Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গNadia: ‘তোমার নাকটা কী সুন্দর…’ বলেই স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী! 

Nadia: ‘তোমার নাকটা কী সুন্দর…’ বলেই স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী! 

ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে। তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাঁদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। নয় বছর ধরে সংসার ভালই চলছিল তাঁদের। কিন্তু স্ত্রীর কথায়, “ও মাঝেমধ্যেই বলত, তোমার নাকটা কী সুন্দর!”

আরও পড়ুন: মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি হোক, স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ বোসের

মধুর বয়ান অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন. ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তাঁর নাকে কামড় দেন স্বামী বাপন শেখ। কামড় দিয়ে নাক খেয়ে নেন স্বামী। অসহ্য যন্ত্রণায় তিনি যখন চিৎকার করছিলেন, অভিযোগ, তাঁর আঙুলও কামড়ে নেন স্বামী।

কোনওরকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তাঁর স্ত্রী। তাঁর স্ত্রীর মধু খাতুনের দাবি, “ও মাঝেমধ্যেই মদ্যপান করতেন। আর বলতো তোর মুখটা এত সুন্দর কেন! নাকটা  তো আরও বেশি সুন্দর। তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব।”  স্ত্রীকে অ্যাসিড মারার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন: চরম পর্যায়ে দুই পক্ষের বিবাদ! তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘড়ি গ্রামে

তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তাঁর স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয় পুলিশের তরফে।

এই মুহূর্তে

আরও পড়ুন