Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গMamta Banerjee: মমতা দেখা করার আগেই ‘কিডন্যাপিং’ করা হল! বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

Mamta Banerjee: মমতা দেখা করার আগেই ‘কিডন্যাপিং’ করা হল! বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর

ওই পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “এটা কি কিডন্যাপিং নয়!”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মুর্শিদাবাদের অশান্তির পর প্রায় এক মাস কেটে গিয়েছে। একে একে ঘরে ফেরানো হচ্ছে গ্রামবাসীদের। এবার সেই জেলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার সফরের প্রথম দিনই সুতিতে গেলেও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন না মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই পরিবারকে বিজেপি লুকিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। এমনকী ‘অপহরণ’ করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: উধাও লেখা ‘জগন্নাথ ধাম’! কৌতূহল দিঘায়

জাফরাবাদের ওই নিহতদের পরিবার সম্প্রতি কলকাতায় এসেছে। তাই সোমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েও তাদের সঙ্গে দেখা করতে পারেননি। তিনি বলেন, “ওদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু বিজেপি তো সরিয়ে নিয়ে গিয়েছে। বিজেপির বোঝা উচিত, যারা সাম্প্রদায়িক অশান্তি করে, তাদের আমরা ক্রিমিনাল বলি। তাদের ধর্ম বিচার করি না। বহিরাগতরা এসে ধর্মের নামে অশান্তি করছে।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুরে চলল গুলি! বেধড়র মারধর তৃণমূল নেতাদের

ওই পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “এটা কি কিডন্যাপিং নয়!” তিনি আরও জানান, পরিকল্পনা ছিল, ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তিনি ওই পরিবারের হাতে তুলে দিয়ে আসবেন। তার আগেই তাঁকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “আমিও হিন্দু পরিবারের মেম্বার। আমি বিভাজন করব না। আমি চেয়ারে থাকলে আমার কাছে সবাই সমান। আমি চাই না কেউ আক্রান্ত হোক।

এই মুহূর্তে

আরও পড়ুন