Saturday, 2 August, 2025
2 August, 25
Homeআন্তর্জাতিক নিউজPakistan: নাস্তানাবুদ পাকিস্তান নিজের ঘরেই, করাচি-রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১০ শহরে লাগাতার বিস্ফোরণ!

Pakistan: নাস্তানাবুদ পাকিস্তান নিজের ঘরেই, করাচি-রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১০ শহরে লাগাতার বিস্ফোরণ!

বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শব্দ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বারে বারে কেঁপে উঠছে পাকিস্তান। আজ, বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শব্দ। রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে খবর। পাকিস্তানের ১০টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে।  কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: শাহ-রাজনাথের পাশে রাহুল-সুদীপ, সকলের একজোট হওয়া প্রয়োজন, সর্বদল বৈঠকে বিরোধীদের মোদীবার্তা শোনালেন শাহেরা

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে সিরিয়াল বিস্ফোরণ হচ্ছে। সকালে লাহোর পরপর ৬টি বিস্ফোরণের পর এবার করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে।

প্রাথমিক সূত্রে খবর, ড্রোন থেকে বিস্ফোরণ হয়েছে। লয়টারিং অ্যামোনিশন বলা হয়। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

গতকাল, বুধবার রাত থেকে এই লাগাতার বিস্ফোরণ শুরু হয়েছে। প্রথমে সিয়ালকোটে পরপর বিস্ফোরণ হয়। এরপর আজ সকালে লাহোরে পাক সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়। এরপর পাক সেনা ছাউনিতেও বিস্ফোরণ হয়।

আরও পড়ুন: পর পর বিস্ফোরণ, সাতসকালে কেঁপে উঠল লাহোর! প্রাণভয়ে ঘরের বাইরে স্থানীয়রা, ড্রোনের মাধ্যমে ‘হামলা’ বলে অনুমান

পঞ্জাব প্রদেশের এই লাগাতার বিস্ফোরণের পাকিস্তানের আরও দক্ষিণে করাচিতে। এরপর উত্তর দিকে রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোটেও পরপর বিস্ফোরণ হয়। এই শহরগুলি ভারতের রাজস্থান সীমান্ত ও পুঞ্চ-রাজৌরি সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটারের মধ্যেই।

পাকিস্তানে পরপর এই বিস্ফোরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। অন্যদিকে, ঘরেও বিদ্রোহের মুখে পাকিস্তান। উত্তর-পশ্চিম সীমান্তে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই দক্ষিণে বালুচিস্তানেও বিদ্রোহের মুখে পড়ছে পাক সেনা। এই বিস্ফোরণের সঙ্গে বালোচ লিবারেশন আর্মির যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন