Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাDilip Ghosh: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্যমৃত্যু

Dilip Ghosh: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্যমৃত্যু

বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু হয়েছে। একটি সূত্রের খবর, মঙ্গলবার বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী সৃঞ্জয়কে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্ত হতে পারে। তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা। জানা যাচ্ছে, আরজি কর মেডিক্যাল হাসপাতালে ময়নাতদন্ত হবে।

আরও পড়ুন:  এ কি কান্ড! সৌমিত্রকে নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেও খেতে দেননি উত্তম কুমার 

পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। গত ১৮ এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মা রিঙ্কুর দ্বিতীয় বিয়ের দিন শহরে ছিলে না ২৫ বছরের যুবক। তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে জানিয়েছিলেন, কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে। দু’জনকে উপহার দেবেন। মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন।

আরও পড়ুন: ঘন আপেলের জঙ্গলে ভোররাত থেকে গুলির লড়াই, শেষমেশ নিকেশ রিসর্টে হামলায় জড়িত জঙ্গি!

বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় ৪৭ বছরের রিঙ্কুর। দিলীপের সঙ্গে তাঁর বিয়ের দিন আনন্দবাজার ডট কমকে সৃঞ্জয় বলেছিলেন, ‘‘১৩ বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা। এ বার নিজের জীবন শুরু করছেন। আমি মন থেকে খুশি (মায়ের জন্য)।’’ তিনি এ-ও জানান, দিলীপের সঙ্গে তাঁর একাধিক বার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে। বাবা হিসাবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন। তিনি বলেছিলেন, ‘‘একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম’ তো থেকেই যায় মানুষের মধ্যে। একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি, সেটার জন্যও আমি খুশি।’’ কিন্তু মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হল। সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ, কারও তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।

এই মুহূর্তে

আরও পড়ুন