Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling: দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে সরছেন পাপিয়া ঘোষ! নতুন তালিকায় নাম...

Darjeeling: দার্জিলিং সমতলের সভাপতি পদ থেকে সরছেন পাপিয়া ঘোষ! নতুন তালিকায় নাম নেই

পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে তৃণমূল?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যজুড়ে জেলা পদাধিকারী পদে রদবদল করেছে তৃণমূল। অনেক জেলায় আগে থেকে যাঁরা চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে আছেন তাঁদেরকেই রেখে দেওয়া হয়েছে, আবার কোথাও বদল করা হয়েছে। কিন্তু দার্জিলিং সমতল জেলা সভাপতি পদে কে থাকবেন তা জানায়নি তৃণমূল। এই পদে এতদিন ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে পাপিয়া ঘোষ। নতুন তালিকায় তাঁর নাম নেই।

আরও পড়ুন: অপসারিত সুদীপ, কুণাল শিবিরের উচ্ছ্বাস; উত্তর কলকাতা তৃণমূলে ব্যাপক রদবদল 

দার্জিলিংকে সাংগঠনিকভাবে দুই ভাবে ভাগ করে তৃণমূল। দার্জিলিং হিল ও দার্জিলিং সমতল। দার্জিলিং হিলের চেয়ারম্যান পদে মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইয়ের নাম রয়েছে। জেলার সভাপতি পদে আছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী। দার্জিলিং সমতলের ক্ষেত্রে চেয়ারম্যান পদেও বদল আনা হয়েছে। সেখানে অলোক চক্রবর্তীর জায়গায় সঞ্জয় টিবরেওয়ালের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফাঁকা রাখা হয়েছে সভাপতির নাম।

আরও পড়ুন: পহেলগাঁও-হামলার আগে পাকিস্তানে হওয়া চুক্তি এবার স্ক্যানারে, নাম উঠে আসছে ট্রাম্পের পরিবার ও আসিম মুনিরের !

এতেই প্রশ্ন উঠেছে তাহলে কি পাপিয়া ঘোষকে সভাপতি পদ থেকে ছেঁটে ফেলতে চলেছে তৃণমূল? দলের কোনও ছোট বড় নেতাই এনিয়ে এখনও মুখ খোলেননি। তবে যেটুকু জানা যাচ্ছে, তাতে মনে করা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাপিয়ার অতিরিক্ত কলকাতা নির্ভরতাই তাঁর বিরুদ্ধে যেতে পারে। অনেক নেতা দলের পক্ষে অস্বস্তিদায়ক কিছু করলেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি। সবকিছুই কলকাতার উপর চাপিয়ে দিচ্ছিলেন। যা নিয়ে দলের শীর্ষনেতৃত্ব খুব একটা খুশি ছিলেন না। তবে দলের একটা অংশ অবশ্য বলছেন, ‘না আঁচালে বিশ্বাস নেই’। শেষ মুহুর্তে কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পাপিয়া ঘোষের অনুগামীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন