Thursday, 31 July, 2025
31 July, 25
HomeকলকাতাRSP: নিখিল বঙ্গ মহিলা সংঘের কলকাতা জেলার উদ্যোগে আয়জিত হলো এক কর্মীসভা

RSP: নিখিল বঙ্গ মহিলা সংঘের কলকাতা জেলার উদ্যোগে আয়জিত হলো এক কর্মীসভা

আরএসপি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীমতী সর্বানী ভট্টাচার্য বলেন আসলে এই যুদ্ধ যুদ্ধ খেলার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভাজন দেশের সরকার করতে চাইছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিখিল বঙ্গ মহিলা সংঘের কলকাতা জেলার উদ্যোগে আহূত এক কর্মী সভায় বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সংগঠনের রাজ্য সম্পাদিকা এবং আরএসপি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীমতী সর্বানী ভট্টাচার্য বলেন আসলে এই যুদ্ধ যুদ্ধ খেলার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভাজন দেশের সরকার করতে চাইছে। তাতে গরিব মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনে রাখতে হবে সেনাবাহিনীতেও যারা লড়াই করতে যায় সেখানে মন্ত্রীর ঘরের ছেলেরা যায় না গরিব মধ্যবিত্ত মানুষেরাই সেই লড়াই দাঁড়িয়ে নিজেদের প্রাণ বিসর্জন দেয়।

আরও পড়ুন: রূপচর্চার সিক্রেট ফাঁস! নিজেই নিতেন লম্বা দাড়ির যত্ন বিশ্ব কবির

প্রকৃতপক্ষে শিক্ষা, স্বাস্থ্য খাদ্যবস্ত্র ব্যবস্থা না করতে পারার জন্যই এই হিন্দু মুসলমান টার্ম কার্ড খেলা। তবে মনে রাখা দরকার পৃথিবীতে যত বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লব থেকে রাশিয়ার বিপ্লব মানুষ খাদ্যবস্ত্রের দাবিতে স্বৈরাচারী শক্তির উপর আঘাত হেনেছে এবং ভবিষ্যতেও আনবে। যে মনুবাদী শক্তি মহিলাদের পেছনে ফেলে দিচ্ছে অথবা যে রাজ্য সরকার শিক্ষকদের উপর আক্রমণ হানছে খুব দ্রুতই মানুষ তাদের  বদলে দিতে সক্ষম হবে।

আরও পড়ুন: উত্তর-পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত বাংলাদেশকে এড়িয়ে মায়ানমারের রাখাইনের বন্দর দিয়েই

রাম মন্দির যেমন বিজেপির ভোট বাড়ায়নি, শিক্ষা নিয়ে যে ব্যাপক দুর্নীতি চলছে জগন্নাথ মন্দির বানিয়েও দুর্নীতিবাজরা শাস্তির হাত থেকে স্ রেহাই পাবেনা। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা সুস্মিতা রায়, তপতী ভাদুড়ী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি শিখা মুখার্জি।

এই মুহূর্তে

আরও পড়ুন