কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
এপ্রিলের শেষে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে।
সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ, এই ৬টি জায়গা থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে এই ভলভো বাস। মুখ্যমন্ত্রীর কথায়, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাই এই উদ্যোগ।”
শিল্পায়নের স্বার্থে ফি বারই কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বিজিবিএস। একইভাবে উত্তরেও শিল্পে জোয়ার আনতে এদিন শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করে রাজ্য। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত রয়েছেন। কীভাবে উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানো যায়, তা নিয়েই এদিনের বৈঠক। প্রশাসন সূত্রে খবর, সামিটে ইথানল কারখানা, মাখনা, ভুট্টা প্রক্রিয়াকরণ, পর্যটন, চা শিল্পের আরও সম্প্রসারণ, শিল্পতালুক সহ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেশ হতে পারে।
আরও পড়ুন: ‘পুলিশ যদি ট্যাক্স তোলে, তাহলে…’, ছোট ব্যবসায়ীর কথা শুনেই যা বললেন মমতা
মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।”
একই সঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাইয়েই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়ে যাবে। এজন্য রাজ্যের ব্যয় হয়েছে ৫০১ কোটি টাকা।মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় না কলকাতায় যেতে হয়, তাই এই উদ্যোগ। ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।”
এদিনের শিল্প সম্মেলনে দার্জিলিং জেলা ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল বলেন, ২০১১ সালের আগে সিএম তো দূর ডিএমের দেখাও পাওয়া যেত না। এভাবে আগে কখনও কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য উদ্যোগ নেননি। আগে কথায় কথায় বনধ হত। এখন সেটা বন্ধ হয়েছে। ট্রেড লাইসেন্সের জন্য আগে পঞ্চায়েতের দুয়ারে দুয়ারে ঘুরতে হত। এখন অন লাইনের দৌলতে সেই হয়রানিও বন্ধ হয়েছে।
আরও পড়ুন: বড় পরীক্ষায় গেল না তৃণমূল, পুরনো কমিটিতেই আস্থা?
এদিিন দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরায় আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিটে যোগ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সফরের তৃতীয় দিন অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন।