কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
উত্তর দিনাজপুরের গাইশালে শিলিগুড়ি-মালদা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় আতঙ্ক ছড়াল। মঙ্গলবার ডিএমইউ ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে মালদা যাচ্ছিল। গাইশাল স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির পেছনের দিকে গার্ডের কামড়া সংলগ্ন ইঞ্জিন থেকে গলগল কর ধোঁয়া বের হতে দেখেন ট্রেনের ম্যানেজার আর আর ভারতী। তিনিই চালককে ফোনে বিষয়টি জানান। চালক গাইশাল স্টেশনে ট্রেনটি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্টেশন কর্তৃপক্ষ ও রেলকর্তাদের। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। তাঁরাও হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এক যাত্রী হরিনারায়ণ চতুর্বেদি জানান, তিনি মালদা যাচ্ছিলেন। হঠাৎই একজন সহযাত্রী জানান ট্রেনে আগুন লেগেছে। তৎক্ষনাৎ সকলে ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেন ম্যানেজার আরআর ভারতী জানান, কেন আগুন লাগল তা তিনি জানেন না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: দুলছে সেতু, কমছে না ট্রাকের দৌরাত্ম্য, মৃত্যুভয়ে কাঁটা গোটা এলাকা
এই গাইশাল স্টেশনেই ১৯৯৯ সালের ১ অগাস্ট অবধ অসম এক্সপ্রেসের সঙ্গে ব্রহ্মপুত্র মেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাংলায় অন্যতম বড় এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ৩০০ জনের।