Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গCoochbehar: কোচবিহার কলেজে ভয়াবহ আগুন

Coochbehar: কোচবিহার কলেজে ভয়াবহ আগুন

কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, ভূগোলের ল্যাবটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন দত্ত, কোচবিহার:

কোচবিহার কলেজে ভয়াবহ আগুন। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ কলেজের ভূগোলের ল্যাবরেটরিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, ল্যাবের থাকা ৪০টি কম্পিউটার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কী ভাবে আগুন লাগাল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর এর আগে উত্তজনা আলিপুরদুয়ারে, অভিযোগ এর তীর তৃণমূলের দিকে

সূত্রের খবর, এ দিন রাত নটা নাগাদ কোচবিহারে প্রবল ঝড়বৃষ্টি হয়। সেই সময়ে কলেজের দোতলার ভূগোলের ল্যাবে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এলাকার প্রচুর মানুষ কলেজের সামনে ভিড় জমান। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর স্থানীয়রাই দমকলে খবর দেন।

আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, ভূগোলের ল্যাবটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সমস্ত কম্পিউটার অন ছিল। ঝড়বৃষ্টির সময় বাজ পড়ে তা থেকে আগুন লাগতে পারে বলে অনুমান কলেজ কর্তৃপক্ষের।

এই মুহূর্তে

আরও পড়ুন