অপারেশন সিঁদুর নিয়ে এই প্রথম ঘরোয়া রাজনীতিতে চরম আক্রমণের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে যেমন পাক মদতপুষ্ট সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তোলেন মোদী, তেমনই তাঁকে মঞ্চে দেখে আরও এক কদম এগিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আবার বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেমন অপারেশন সিঁদুর হয়েছে, তেমনই বাংলাতেও অপারেশন হবে।
আরও পড়ুন: কোচবিহার কলেজে ভয়াবহ আগুন
মোদী-সুকান্তর এই আক্রমণের জবাব দিতে গিয়ে এদিন সব আগল ভেঙে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে। তাঁরা স্বামীদের থেকে সিঁদুর নেন। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না?” মুখ্যমন্ত্রী অবশ্য পরক্ষণেই বলেন, “আমি দুঃখিত। এটা আমার বলার কথা ছিল না। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে”।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর এর আগে উত্তজনা আলিপুরদুয়ারে, অভিযোগ এর তীর তৃণমূলের দিকে
এদিন আলিপুরদুয়ারের সভায় দাঁড়িয়ে বাংলার সরকারকে ‘নির্মম’ বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মুর্শিদাবাদ ও মালদায় মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেন।
তার জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“মালদা, মুর্শিদাবাদে হামলা করেছে বিজেপি। আমাদের কাছে প্রমাণ রয়েছে”। মুখ্যমন্ত্রীর কথায়, এক সময় বলতেন চাওয়ালা ছিলেন। চা বেচতেন। এখন বলছেন, সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। বাংলার মা বোনেরা সম্মানের সঙ্গে বাঁচেন। তা কি উত্তরপ্রদেশে হয়? অসমে, গুজরাতে, মধ্যপ্রদেশে হয়? উত্তরপ্রদেশের রাস্তায় তো গাড়িতে বসে অশ্লীল ছবি দেখা হয়”।