Saturday, 2 August, 2025
2 August, 25
Homeরাজ্যAnubrata Mondal: অশ্লীলতার অপর নাম তৃণমূল! ‘চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে...

Anubrata Mondal: অশ্লীলতার অপর নাম তৃণমূল! ‘চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নয়তো..’; চরম বিপদে কেষ্ট!

দুপুরে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ বঙ্গবার্তাকে বলেন, ‘‘মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ২২৪ (সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি), ১৩২ (সরকারি কর্মচারীকে হেনস্থা), ৭৫ (শ্লীলতাহানি ও হেনস্থা) এবং ৩৫১ (হুমকি) ধারায় মামলা রুজু হয়েছে।’’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এই মুহূর্তে অনুব্রত নামে সরগরম রাজ্য-রাজনীতি। বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের  বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে ‘হুমকি’ অশ্রাব্য গালাগাল দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। ইতিমধ্যেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে তুঙ্গে তরজা। যদিও ভাইরাল হওয়া কণ্ঠ তার নয় বলে সাফ দাবি করেছেন অনুব্রত। এরই মধ্যে এবার অনুব্রতকে নিয়ে কড়া অবস্থান তৃণমূলের।

আরও পড়ুন: কৌস্তভের ফেসবুক পোস্টে শুরু তোলপাড়! রণজিৎ ঘোষকেই বিয়ে করেন মমতা? হয়েছিলেন সন্তানসম্ভবাও?

কেষ্টর নাম নিয়ে বোলপুরের আইসি-কে হুমকি দেওয়ার (অডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা ) অডিও ক্লিপ সামনে আসতেই কড়াকড়ি তৃণমূলের। এদিন তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে সমাজমাধ্যমে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমার কথা সাফ জানানো হয়েছে।

সমাজমাধ্যমের সেই পোস্টে লেখা হয়েছে, ‘অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তাঁর অপমানজনক ও অগ্রহণযোগ্য-অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি।
দল তাঁকে নির্দেশ দিচ্ছে, তিনি যেন আগামী চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে।’

আরও পড়ুন: ‘২০১৬-র নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে’, ‘ভুল’ ধরিয়ে দিলেন বিকাশ

এদিকে পুলিশকর্মীর সঙ্গে এহেন ব্যবহারে ইতিমধ্যেই নবান্নের নির্দেশে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় (২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫) অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন