Tuesday, 14 October, 2025
14 October
Homeরাজ্যKaliganj: লিখিত শর্ত! প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সেলিমের দাবি খারিজ করলেন তপন, লাভের...

Kaliganj: লিখিত শর্ত! প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সেলিমের দাবি খারিজ করলেন তপন, লাভের গুড় খেল কংগ্রেস

লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে আরএসপি ছেড়ে দিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হবে। আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এবার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও।

আরও পড়ুন: অন্দরে অস্বস্তি! উপভোট বলেই কংগ্রেসকে সমর্থন, ছাব্বিশে লড়তে চান বলে স্পষ্ট জানালেন আরএসপি নেতা তপন

এই উপ নির্বাচনে সিপিএম প্রার্থী দেবে বলে আগে জানিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বাম-কংগ্রেসের জোট নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছিল। তবে শরিকদের চাপে শেষ পর্যন্ত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে জোটেই সায় দিয়েছে বামেদের বড় শরিক।

গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন। প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট। নাসিরউদ্দিনের প্রয়াণেই এখানে উপ নির্বাচন হচ্ছে। শাসকদল প্রয়াত বিধায়কের কন্য়া আলিফা আহমেদকে প্রার্থী করেছে। এবার কংগ্রেসের তরফে কাবিলউদ্দিন শেখের নাম ঘোষণা করা হল। শুক্রবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক প্রেস বিবৃতিতে প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ‘প্লিজ, কাশ্মীরের জন্য তিনটি দিন রাখুন…’, আর্জি অভিষেকের

‘৭৭ থেকে ‘১১, কালীগঞ্জ ছিল আরএসপির আসন। পালা বদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে বামেরা এই আসনটি কংগ্রেসকে ছেড়েছিল। কালীগঞ্জ থেকে ২০১৬ সালে বাম মনোনীত কংগ্রেস প্রার্থী জয়ীও হয়েছিলেন। গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন, কালীগঞ্জে সিপিএম প্রার্থী দিলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

সেলিমের ওই মন্তব্যের পরই কালীগঞ্জ আসনে সিপিএম নাকি কংগ্রেস কে লড়বে তা নিয়ে জট তৈরি হয়েছিল। পরে বামফ্রন্টের বৈঠকে শরিকি চাপের মুখে পড়ে আসনটি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছয় বাম নেতারা ।

এই মুহূর্তে

আরও পড়ুন