Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গKharagpur: জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলছে কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন...

Kharagpur: জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলছে কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন গাড়ি

বিধ্বংসী আগুনে কন্টেনার তো পুড়ে গেলই, সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল ভিতরে থাকা ঝকঝকে নতুন ৮টি গাড়ি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জাতীয় সড়কের উপরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলে গেল গাড়ি বোঝাই কন্টেনার ট্রাক। বিধ্বংসী আগুনে কন্টেনার তো পুড়ে গেলই, সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল ভিতরে থাকা ঝকঝকে নতুন ৮টি গাড়ি।

আরও পড়ুন: আমেরিকার জমায়েতে হামলা, ‘ফ্রি প্যালেস্টাইন’ চিৎকার

ঘটনাটি ঘটেছে  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের কাছে খড়্গপুর কলকাতা ১৬ নং জাতীয় সড়কের লেনের কৃষ্ণনগর পার্কিংয়ে। আজ, সোমবার ভোর ৪টে নাগাদ হঠাৎ আগুন লেগে যায় কলকাতাগামী কন্টেনার ট্রাকে।

আরও পড়ুন: কারণ নিয়ে ধোঁয়াশা! সন্তানকে ‘মেরে’ আত্মহত্যার চেষ্টা মায়ের

নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনার ট্রাক। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কন্টেনার ট্রাকের ভিতরে থৈাকা ৮টি প্রাইভেট গাড়ি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশও। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে কন্টেনারটি সরানো হলে, যান চলাচল স্বাভাবিক হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন