Sunday, 6 July, 2025
6 July, 2025
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাBaba Lokenath: আজ লোকনাথ বাবার তিরোধান দিবস, কীভাবে করবেন পুজো?

Baba Lokenath: আজ লোকনাথ বাবার তিরোধান দিবস, কীভাবে করবেন পুজো?

লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ সঙ্গে থাকলেই কঠিন মুহূর্ত কাটিয়ে সুখের মুখ দেখা যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

লোকনাথ বাবার ভক্ত প্রায় সবাই! যার নাম একবার মুখে নিলেই অদ্ভুত শান্তি অনুভব হয়। যেকোনো বিপদের সময় তাকে ডাকলেই সুফল পাওয়া যায়। এমনকি তার আশীর্বাদে সব কঠিন মুহূর্ত অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তিনিই হলেন লোকনাথ ব্রহ্মচারী।

আরও পড়ুন: ১১ জনকে জরিমানা! রেলসেতুতে দড়ি বেঁধে নদীতে ঝাঁপ

আসলে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবসে হাজার হাজার ভক্ত তার পুজো করেন। হ্যাঁ, এবছর এই বিশেষ দিনটি পড়ছে ইংরেজি ৩ রা  জুন, সোমবার। এদিন সকাল থেকে সন্ধ্যা, সারাদিন ধরেই লোকনাথ বাবার পুজো হবে।

কে ছিলেন লোকনাথ ব্রহ্মচারী?

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের কচুয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল লোকনাথ বাবার। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়। অনেক ভক্ত বিশ্বাস করেন যে, লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং শিবের উপাসনা করতেন।

আরও পড়ুন: মাসিক দুর্গাষ্টমীতে হর্ষণা যোগ; প্রতিটি ক্ষেত্রে উন্নতি এই চার রাশির

হ্যাঁ, তার পুজো করলে নাকি সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ সঙ্গে থাকলেই কঠিন মুহূর্ত কাটিয়ে সুখের মুখ দেখা যায়। বিশেষ করে যেখান থেকে খুশি সেখান থেকে ডাকলেই নাকি তিনি ধরা দেন। হ্যাঁ, এমনটাই বিশ্বাস করেন অনেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন