কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক প্যারামেডিকাল ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি মেডিকেল কলেজে। জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী অনন্যা রায় তার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। তার মাসি ঝরনা রায় জানালেন ছোটবেলা থেকেই কাছে মানুষ হয়েছিল অনন্যা।
আরও পড়ুন: গোরুমারায় হাই অ্যালার্ট, কুনকির নজরদারি, ওড়ানো হচ্ছে ড্রোন
মেধাবী ছাত্রী ছিল, তার মাসি জানিয়েছেন অত্যধিক কাজের চাপে আত্মহত্যা করেছে তার ভাইঝি। ঝরনা রায় আরো জানিয়েছেন কাজের চাপে অনন্যা রায় চুপ করে থাকতেন, গতকাল অনেকবার তা কে ফোন করা হলেও তার ফোন সুইচ অফ আছে বলে জানান তার। তারা এরপর তার বাড়ি ওয়ালা দেবরাজ চৌধুরীকে ফোন করে জিজ্ঞাসা করেন। তারপরে দেবরাজ চৌধুরী দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন অনন্যা রায়কে ঝুলন্ত অবস্থায়।
আরও পড়ুন: উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠন কার্যত অভিভাবকহীন! শাসকদলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক শংকর মালাকার
তিনি তারপর তার বাড়ির লোকদের খবর দেন। তার মাসি আরো জানিয়েছেন কাজের চাপে প্রচন্ডভাবে বিমর্ষ থাকতো তার ভাইঝি। কিছু বলত না, তবে বুঝতে পারা যাচ্ছিল যে তার ভাইঝি প্রচন্ড চাপে আছে। তার মৃত দেহকে পোস্টমর্টেম করতে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তার আত্মীয়দের হাতে তার দেহ তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় গোটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ জুড়ে।