Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাBehala: সাতসকালেই বেহালায় সদ্যজাতের দেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজের খোঁজ 

Behala: সাতসকালেই বেহালায় সদ্যজাতের দেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজের খোঁজ 

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় সদ্যজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় সদ্যজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকা সূত্রে জানা যাচ্ছে, এদিন ভোরবেলায় পর্ণশ্রী থানার অন্তর্গত বাহাদুর পুকুরের ধারে একটি সদ্যজাতের দেহ পড়ে থাকতে দেখেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে এলাকার অন্যান্যদের মধ্যে। উত্তেজনা তৈরি হয় এলাকায়। এরই মধ্যে খবর যায় পুলিশের কাছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য! কৌস্তভকে তলব আদালতের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। খবর পাওয়ার কিছু সময়ের মধ্যেই পুুলিশ এসে দেহটি উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। তবে কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে চলে গিয়েছে সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার কারও কাজ নাকি বাইরের কোনও লোক এলাকায় ঢুকে দেহটি ফেলে রেখে গিয়েছে তাও ভাবাচ্ছে পুলিশকে।

আরও পড়ুন: ত্রিপল নয়, খিচুড়ির টাকা চুরি! TMC-র বিরুদ্ধে TMC

অন্যদিকে গোটা ঘটনায় থ এলাকার বাসিন্দারাও। তাঁরা বলছেন, এমন ঘটনা তাঁদের এলাকায় কখনওই দেখা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। একইসঙ্গে সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ দেখেও কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা জানার চেষ্টা করছে। পাশাপাশি এলাকার কোনও নার্সিংহোম বা কোনও স্বাস্থ্য কেন্দ্র থেকে কেউ বা কারা সদ্যজাতটিকে ওখানে ফেলে গিয়েছে কিনা, এর পিছনে কোনও বেআইনি গর্ভপাতের বিষয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলছেন, “আমি সকাল ৬টা নাগাদ বাচ্চাটিকে দেখতে পাই। প্রথমে বুঝতে পারিনি ওটা মানুষের দেহ। মনে করি কিছু একটা পড়ে আছে। কাছে যেতেই বুঝতে পারি।”

এই মুহূর্তে

আরও পড়ুন