Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশTripura: "ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি," বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura: “ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি,” বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যশপাল সিং, ত্রিপুরা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আগরতলায় ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই “প্রবুদ্ধজন মতবিনিময়” সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে গত ১১ বছরে ভারত এক নতুন দিশা পেয়েছে। একদা ‘Fragile Five’ হিসেবে পরিচিত ভারতের অর্থনীতি আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, এই সময়ের মধ্যে দেশের প্রায় ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে, যা এক ঐতিহাসিক সাফল্য।

আরও পড়ুন: স্নান পূর্ণিমায় সাধ্য যোগে দেদার উন্নতি ৬ রাশির

মুখ্যমন্ত্রী এই ১১ বছরের শাসনকালকে “বিকশিত ভারতের অমৃতকাল” হিসেবে অভিহিত করে বলেন, “এই স্বর্ণালী সময়কাল সেবা, সুশাসন ও গরিব কল্যাণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।”

এর আগে, প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন এবং সরকারের ১১ বছরের উন্নয়নমূলক কাজের ওপর একটি তথ্যচিত্র সম্বলিত পুস্তিকার আবরণ উন্মোচন করেন।

আরও পড়ুন: ‘এবার পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনা যেত’; খোঁচা মমতার

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য কার্যকর্তারা।

এই মুহূর্তে

আরও পড়ুন