Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশAir India: Air India-র প্রোফাইল হল কালো; মৃত্যু মিছিলে বড় কথা শোনাল...

Air India: Air India-র প্রোফাইল হল কালো; মৃত্যু মিছিলে বড় কথা শোনাল Tata-রা

ইতিমধ্যে টুইটারের প্রোফাইল ফটো ও ব্যানার ইমেজ কালো করে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমেদাবাদের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। এটি ছিল আমেরিকান সংস্থা বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার বিমান। এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভেঙে পড়া এই বিমান নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপ। ইতিমধ্যে টুইটারের প্রোফাইল ফটো ও ব্যানার ইমেজ কালো করে শোক প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। সাদাকালো করে দেওয়া হয়েছে সংস্থার ওয়েবসাইটও।

আরও পড়ুন: Air India-র বিমান ভাঙতেই শেয়ার বাজারেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টাটার একাধিক স্টক!

দুর্ঘটনার পরপরই টুইট করে দুর্ঘটনার কথা জানায় এয়ার ইন্ডিয়া। তারপরই টাটা গ্রুপের তরফে টুইট করে দুঃখ প্রকাশ করেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন. চন্দ্রশেখরণ। এই টুইটে তিনি আরও জানান, টাটা গ্রুপের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হল এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের ও তাঁদের পরিবারের পাশে থাকা।

“দুর্ঘটনাস্থলের জরুরি পরিষেবা প্রদানকারী দলগুলোকে সাহায্য করার জন্য ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে যতটা করা সম্ভব, করছি আমরা”, টুইটে বলছে এন চন্দ্রশেখরণ।

আরও পড়ুন: ‘এই ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে’, বিমান দুর্ঘটনার খবর জানতেই লিখলেন মমতা

বিকাল ৩টে বেজে ২৬ মিনিটে দ্বিতীয় টুইট করে এয়ার ইন্ডিয়া। সেই টুইটে তারা জানিয়েছে এই বিমানে ১৬৯ ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হটলাইন চালু করেছে। যার নম্বর 1800 5691 444। এ ছাড়াও তারা জানিয়েছে, এই বিষয়ে যথাযথ তদন্ত শুরু হয়েছে।

“দুর্ঘটনাস্থলের জরুরি পরিষেবা প্রদানকারী দলগুলোকে সাহায্য করার জন্য ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য আমাদের ক্ষমতার মধ্যে যতটা করা সম্ভব, করছি আমরা”, টুইটে বলছে এন চন্দ্রশেখরণ।

বিকাল ৩টে বেজে ২৬ মিনিটে দ্বিতীয় টুইট করে এয়ার ইন্ডিয়া। সেই টুইটে তারা জানিয়েছে এই বিমানে ১৬৯ ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হটলাইন চালু করেছে। যার নম্বর 1800 5691 444। এ ছাড়াও তারা জানিয়েছে, এই বিষয়ে যথাযথ তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন