Wednesday, 15 October, 2025
15 October
Homeআন্তর্জাতিক নিউজIran-Israel War: আমেরিকার সঙ্গে বৈঠকেই বসতে চাইল না ইরান; ভবিষ্যৎ পরমাণু-যুদ্ধ!

Iran-Israel War: আমেরিকার সঙ্গে বৈঠকেই বসতে চাইল না ইরান; ভবিষ্যৎ পরমাণু-যুদ্ধ!

যুদ্ধ পরিস্থিতির মাঝে আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনায় যোগ না দেওয়ার কথা ঘোষণা করে দিল ইরান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যুদ্ধ পরিস্থিতির মাঝে আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনায় যোগ না দেওয়ার কথা ঘোষণা করে দিল ইরান। আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল আগেই। কিন্তু শুক্রবার ভোর থেকে পরিস্থিতি পাল্টে যায়। ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। পাল্টা হামলায় ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছোড়ে ইরানও। এই পরিস্থিতির মাঝেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিল ইরান।

আরও পড়ুন: উত্তেজনা বাড়ছে; ইজ়রায়েলে মৃত্যু মিছিল, নিহত কমপক্ষে ৭৮

২০১৫-র পরমাণু চুক্তি নতুন করে কার্যকর করাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য। ২০১৮-তে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। সেই চুক্তি নিয়ে ছিল বৈঠক। কিন্তু ইরান দাবি করেছে, এই বৈঠকের কোনও ভিত্তি নেই।

বিভিন্ন রিপোর্ট বলছে, ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০ শতাংশে নিয়ে গিয়েছে ইরান। আর কয়েক শতাংশ বৃদ্ধি করলেই ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। কিন্তু আমেরিকা চায় এখানেই থেমে যাক ইরান।

আরও পড়ুন: ইরানের ‘দোষ’ দেখাতে গিয়ে ভারতের ভুল মানচিত্র পোস্ট! ক্ষমা চাইতে হল ইজ়রায়েলের বাহিনীকে

ট্রুথ প্লাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল ইরানকে। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আজ ৬১ তম দিন। ইরানকে কী করতে হবে, সেটা আমি বলে দিয়েছিলাম। কিন্তু তারা সেটা করতে পারেনি। তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে।’

এই পোস্ট করার আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার একটা চুক্তিতে আসুক ইরান। ইজরায়েলের উপর আবারও হামলা চালানো হলে বড় মূল্য চোকাতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন