Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশHelicopter crash: কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

Helicopter crash: কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)।

আরও পড়ুন: উত্তরবঙ্গে দুর্যোগ, জোড়া ঘূর্ণাবর্তে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট।

কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই কপ্টারটির উচ্চতা কমতে শুরু করে। সাড়ে ৫টার সময় সেটি গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝখানের গভীর জঙ্গলে আছড়ে পড়ে।

আরও পড়ুন: হু হু চড়বে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম; সরাসরি আঘাত ইরানের তৈল ভাণ্ডারে

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি ভেঙে পড়ে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ দু’জনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।

তবে দুর্ঘটনাস্থল একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে, যার ফলে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই মুহূর্তে

আরও পড়ুন