Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশAir India: এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ! হিন্দনে রানওয়েতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ

Air India: এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ! হিন্দনে রানওয়েতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ

ফ্লাইট নম্বর IX 1511 রবিবার হিন্দন থেকে কলকাতা রওনা হওয়ার কথা ছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ। ওড়ার কিছু ক্ষণ আগেই ধরা পড়ল ত্রুটি। বেশ কিছু ক্ষণ রানওয়েতে অপেক্ষায় থাকতে হল যাত্রীদের। শেষমেশ বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

রবিবার দুপুরে উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ নম্বরের বিমানটির। সেই মতো রানওয়ে থেকে ‘টেক অফ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন পাইলট। কিন্তু তার কিছু ক্ষণ আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় এক ঘণ্টা রানওয়েতেই দাঁড়িয়ে থাকে বিমানটি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে ‘জুড়ে গেল’ ভারত; আদানির বন্দরে ইরানি হানা!

এয়ার ইন্ডিয়ার অধীনস্ত সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করে যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে। সংস্থাটির তরফে জানানো হয়েছে, যাত্রীরা সফর বাতিল করলে টিকিটের পুরো টাকা ফেরত পাবেন। হিন্দন বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রানওয়ে থেকে বিমানটির চাকা গড়ানোর কিছু ক্ষণ আগে এক বিমানকর্মী একটি যান্ত্রিক ত্রুটি খুঁজে পান। ঝুঁকি না-নিয়ে বিমানটিকে আর এগোনোর সাহস দেখাননি পাইলট। তবে যান্ত্রিক ত্রুটিটি ঠিক কী, তা এখনও স্পষ্ট নয়। বিমানটিকে পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন: আচমকা ভেঙে আধখানা হল সেতু; ভেসে গেলেন কমপক্ষে ২০ পর্যটক, মৃত ১

বৃহস্পতিবার দুপুর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান (এআই ১৭১)। দুর্ঘটনাগ্রস্ত বিমানে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী, ১০ জন ক্রু সদস্য এবং দু’জন পাইলট। এক যাত্রী বাদে সকলেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন