Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গJalpaiguri: দুমড়ে মুচড়ে যায়, রথের দিন ভয়াবহ দুর্ঘটনা

Jalpaiguri: দুমড়ে মুচড়ে যায়, রথের দিন ভয়াবহ দুর্ঘটনা

রথযাত্রার দিনেই ধূপগুড়ি মহাকুমার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

রথযাত্রার দিনেই ধূপগুড়ি মহাকুমার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। হরিমন্দির সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি লরির, ঘটনায় গুরুতর জখম হন উভয় লরির চালক। মোহাম্মদ আলতাফ (৩৪) কাশ্মীরের বাসিন্দা, অপরজন রাজেশ পাসোয়ান উত্তরপ্রদেশের বাসিন্দা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

আরও পড়ুন: অভিযুক্তের তৃণমূল যোগ ‘স্পষ্ট’! অনেকের বৃত্তেই দেখা গিয়েছে ‘এম’-কে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসা একটি আঁদা বোঝাই লরি সরাসরি ধাক্কা মারে সামনের লরিটিকে। সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে, দুটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই গাড়ির ভিতরে আটকে পড়েন।

দুর্ঘটনার তীব্র শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। পরে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালকদের উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: বাইকে চড়ে গেলেও দিতে হবে টোল ট্যাক্স!

তবে দমকল বিভাগের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার ফোন করার পরও যথাসময়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছননি, যা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরাই চালকদের উদ্ধার করে বাইরে এনেছি। দমকল আসতে অনেক দেরি করেছে।”

প্রায় প্রতিদিনই এই এলাকায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত দুটি লরি সরিয়ে নিয়ে হাইওয়ের যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল হাইওয়েতে ভারী যানবাহনের বেপরোয়া গতির উপর প্রশাসনের নজরদারি কতটা কার্যকর।

এই মুহূর্তে

আরও পড়ুন