শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। তার জেরে শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল মোট ২৭ টি ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে পোস্ট করা মনোজিৎ মিশ্র নিজেই অভিযুক্ত
জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৮ জুন রাত সওয়া ১০ টা নাগাদ শুরু হবে কাজ। চলবে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত। ফলে এই ১০ ঘণ্টা বিঘ্নিত হবে শিয়ালদহ থেকে বনগাঁ, হাসনাবাদ, ও মেন লাইনের ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, শনিবার রাতে বাতিল ১৪টি ট্রেন। রবিবার চলবে না ১৩ টি ট্রেন। এছাড়া বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে চালানো হবে স্পেশাল ট্রেনও।
একনজরে বাতিল ট্রেনের তালিকা
শনিবার
আপ শিয়ালদহ – গোবরডাঙ্গা আপ 33685 ও ডাউন 33686
ডাউন শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31838
আপ শিয়ালদহ – বারাসাত 33401, 33447 ও ডাউন 33402, 33436
আপ শিয়ালদহ – দত্তপুকুর 33621 ও ডাউন 33628
ডাউন বারাকপুর – শিয়ালদহ 31236
আপ দমদম – বারাকপুর 33231 ও ডাউন 33232
আপ দমদম – গোবরডাঙ্গা 33271
আপ শিয়ালদহ – বনগাঁ 33859 9 ডাউন 33858
আপ শিয়ালদহ – নৈহাটি 31429, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446
আপ শিয়ালদহ – রানাঘাট 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636
আপ বিধাননগর – ব্যারাকপুর 31261
আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31239 ও ডাউন 31238
আপ শিয়ালদহ – হাসনাবাদ 33533 ও ডাউন 33538
আপ শিয়ালদহ – শান্তিপুর 31541 ও ডাউন 31538
আরও পড়ুন: শুক্লা তৃতীয়ায় সারাদিন রবি যোগের প্রভাব, দিনটা ভালোভাবে কাটাতে এই বিষয়গুলি আজ এড়িয়ে চলুন
রবিবার
আপ শিয়ালদহ – দত্তপুকুর 33613 ও ডাউন 33612, 33616
আপ শিয়ালদহ – হাসনাবাদ 33513 ও ডাউন 33514
ডাউন বারাসাত – শিয়ালদহ 33432
আপ বারাসাত – দত্তপুকুর 33357
আপ শিয়ালদহ – বারাকপুর 31213, 31221 ও ডাউন 31214
আপ শিয়ালদহ – শান্তিপুর 31513 ও ডাউন 31512, 31514
আপ শিয়ালদহ – গেদে 31913 ও ডাউন 31912
আপ শিয়ালদহ – নৈহাটি 31471, 31415 ও ডাউন 31412
আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31815, 31817 ও ডাউন 31812, 31818
আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত 31311, 31313, 31315 ও ডাউন 31312, 31314, 31316
আপ শিয়ালদহ – রানাঘাট 31615, 31617 ও ডাউন 31612, 31614
আপ শিয়ালদহ – বনগাঁ 33813, 33821 ও ডাউন 33818, 33822
আপ শিয়ালদহ – হাবরা 33651, 33653 ও ডাউন 33652