Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: অবৈধ পার্কিং আর নয়, স্পেস গড়ছে শিলিগুড়ি পুরসভা

Siliguri: অবৈধ পার্কিং আর নয়, স্পেস গড়ছে শিলিগুড়ি পুরসভা

শিলিগুড়িতে তিনটি জায়গা পার্কিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শহরের ব্যস্ত এলাকা পানিট্যাঙ্কি মোড়। পাশেই সারদামণি গার্লস হাইস্কুল। লাগোয়া রাস্তায় শহরের ২ নম্বর বরো অফিস। আর অফিসের সামনেই সকাল সাতটা বাজলেই শুরু পার্কিং। যে সমস্ত প্রাইভেট গাড়ি যাত্রী নিয়ে শহর লাগোয়া নানা এলাকায় যায় তাঁদের চালকেরা এখানেই গাড়ি রেখে দেন।

তার সঙ্গে পাহাড়ের গাড়ি, গ্যাসের গাড়ি, ট্রাক মিলিয়ে এক দমবন্ধ পরিস্থিতি। একই চিত্র শিলিগুড়ি থানার সামনে স্টেশন ফিডার রোডে। থানা থেকে জলপাই মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’পাশে গাড়ির সারি। গাড়ির ভিড়ে দোকানে ঢোকা দায়।

আরও পড়ুন: পুরীর রথযাত্রায় বিশৃঙ্খলা! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে

ব্যাঙ্কে যাওয়ার রাস্তাও অবরুদ্ধ। কে শোনে কার কথা! ওই সমস্ত গাড়ি তো লাগোয়া অফিসের কর্মচারীদের। তাঁরা গাড়ি রাখবেন কোথায়? খোদ পানিট্যাঙ্কি মোড়ে পার্কিংয়ের জায়গায় অবৈধ ভাবে তৈরি হয়েছে কালিম্পংগামী জিপের স্ট্যান্ড।

পাকুড়তলা মোড়ের কাছে দু’টি ফাঁকা জমিতে তৈরি হয়েছে জিপ স্ট্যান্ড। পুরসভার কমুইনিটি হল বঙ্গ ভবনের সামনে তৈরি হয়েছে অবৈধ জিপ স্ট্যান্ড। শহর জুড়ে এমন অবৈধ জিপ স্ট্যান্ড অনেক। মাস চুক্তিতে পার্কিংয়ের জায়গা ভাড়া নিয়ে চলছে স্ট্যান্ড।

তবে এই পরিস্থিতির এ বার হয়তো অবসান হতে চলেছে। শিলিগুড়িতে তিনটি জায়গা পার্কিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। এ বার থেকে সেখানেই গাড়ি রাখতে হবে। রাস্তা আটকে আর গাড়ি রাখা যাবে না।

সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকার এক বাসিন্দার প্রশ্নের উত্তরে মেয়র গৌতম দেব জানিয়েছেন, ‘এ ভাবে রাস্তা আটকে পার্কিং আর শহরে চলবে না। পার্কিংয়ের জন্য তিনটি জায়গা বাছা হয়েছে। দ্রুত চালু করা হবে।’

আরও পড়ুন: দলের বিরুদ্ধেই বিদ্রোহ কল্যাণের; বিদ্রোহ শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের মধ্যেই

পুরসভার প্রস্তাবিত একটি পার্কিং স্পেস তৈরি হচ্ছে ২ নম্বর বরো অফিসের পাশে পুরসভার কমুইনিটি হলের নীচে। বঙ্গভবন নামে ওই হলটি ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। তার গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস হিসাবে ব্যবহার করবে পুরসভা।

দ্বিতীয় পার্কিং স্পেস তৈরি করা হচ্ছে স্টেশন ফিডার রোডে দমকল ভবনের পাশে। এই পার্কিং লট চালু হলে স্টেশন ফিডার রোডের পার্কিং সমস্যা অনেকটা মিটবে বলে আশা করছেন পুরকর্মীরা।

তৃতীয় পার্কিং লট তৈরি করা হবে ভক্তিনগর থানার পাশে একটি সরকারি আবাসন হিমালয় কন্যার পাশে। সেখানে পার্কিং লট তৈরির কাজও শুরু হয়েছে। এই স্পেসটি তৈরি হলে কালিম্পং এবং সিকিম থেকে আসা বহু গাড়ি রাখা সম্ভব হবে। যদিও তাতে শহরের পার্কিং স্পেসের সমস্যা মিটবে না।

কেননা, হিলকার্ট রোডে পার্কিংয়ের সমস্যা মেটাতে এখনও জায়গা মেলেনি। ফলে প্রতিদিন দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং থেকে আসা গাড়ি হিলকার্ট রোডের পাশেই দাঁড়িয়ে যাত্রী নামায়। ফলে নিত্য যানজট লেগেই রয়েছে। পুরসভার তরফে এই এলাকাতেও জায়গা খোঁজা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন