Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গNadia: কল্যাণীতে যুবতীকে ধর্ষণের অভিযোগ

Nadia: কল্যাণীতে যুবতীকে ধর্ষণের অভিযোগ

শনিবার রাতে বছর ঊনিশের এক যুবতীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে বছর সাতাশের এক যুবকের বিরুদ্ধে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার কসবার যখন এক কলেজ পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠছে। সেই সময় ফের এক নারী নিগ্রহের ঘটনা রাজ্যে। কল্যাণীতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত।

জানা গিয়েছে, শনিবার রাতে বছর ঊনিশের এক যুবতীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে বছর সাতাশের এক যুবকের বিরুদ্ধে। তাকেই গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা যুবতীর মেডিকেল করতে পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে।

আরও পড়ুন: প্রাইভেট পার্টে হাত! ভরদুপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

নির্যাতিতার মা-বাবার অভিযোগ, শনিবার রাতে তাঁদের মেয়েকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় ওই যুবক। এরপর বাড়ির কাছে স্কুলের পিছনে ধর্ষণ করে তাঁকে। যুবতীর মায়ের আরও বক্তব্য, রাতে মেয়েকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। খুঁজতে বেরিয়ে মেয়ের মা দেখতে পান স্কুলের পিছন  থেকে ছেঁড়া জামা অবস্থায় মেয়ে বেরোচ্ছে। তার পাশ থেকে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক বেরোচ্ছে। তৎক্ষণাত যুবতীর মা অভিযুক্তের জামার কলার ধরে চড় থাপ্পড় দেন। এবং আটকে রেখে খবর দেওয়া হয় কল্যাণী থানায়।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য! নয়া ছাত্রী এলেই টার্গেট করত মনোজিৎ! মামলা রয়েছে অস্ত্র আইনেও

নিগৃহীতার পরিবারের দাবি, মেয়ের চোখের নিচে, ঠোঁটে, মুখে এবং শরীরের একাধিক অংশে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। পুলিশ আসলে ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রবিবার সকালে ওই যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা ও বাবা। জোরপূর্বক ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কল্যাণী থানা। ধর্ষণ হওয়া যুবতীর মেডিকেল পরীক্ষা করানোর উদ্দেশ্যে রবিবার দুপুরে তাকে পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। নির্যাতিতার মা বলেন, “রাত একটা নাগাদ ওকে ডাকে। আমার মেয়ের সমস্যা রয়েছে ও সেই ডাকে সাড়া দিয়ে চলে যায়। আর তখনই ওর সঙ্গে খারাপ কাজ করে।”

এই মুহূর্তে

আরও পড়ুন