Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গTMC: মন্ত্রীকেই তাঁর দলেরই লোকজন বললেন, “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”! অস্বস্তিতে সিদ্দিকুল্লা 

TMC: মন্ত্রীকেই তাঁর দলেরই লোকজন বললেন, “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”! অস্বস্তিতে সিদ্দিকুল্লা 

নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর ঢুকতেই দেখানো হল কালো পতাকা। উঠল গোব্যাক স্লোগান। মন্ত্রীকে তাঁর দলেরই লোকজন বললেন, “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অস্বস্তিতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর ঢুকতেই দেখানো হল কালো পতাকা। উঠল গোব্যাক স্লোগান। মন্ত্রীকে তাঁর দলেরই লোকজন বললেন, “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ।”

আরও পড়ুন: বন্দুকের বাঁট ও চপাড় দিয়ে আক্রমণ! নারকেলডাঙায় বিধায়ক অনুগামীদের ওপর ‘হামলা’ কাউন্সিলরের অনুগামীদের

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মন্তেশ্বর এর মালডাঙায় পৌঁছন সিদ্দিকুল্লা। মন্ত্রীকে দেখেই কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ। তুমুল চিৎকার শুরু করেন তাঁরা। কালো পতাকা দেখাতে থাকেন। মাঝে একবার ঘুরে দাঁড়িয়েও যান ক্ষুব্ধ মন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হিলনে পুলিশের সামনে গুণ্ডাবাহিনী তাঁকে কালো পতাকা দেখায়। তাঁর দিকে তেড়ে আসে। যে সময় ঘটনা ঘটেছে, সেই সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত। কিন্তু তা করেনি।

আরও পড়ুন: অভিজিৎ সরকার খুনে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, “আমাদের এখানে তোলাবাজ-ধান্দাবাজ-চিটিংবাজ মন্ত্রী আছেন। উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর হল, আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল-গমের প্রয়োজন হয় না। কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে। কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। চার বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবেও ওঁকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি।”

এই মুহূর্তে

আরও পড়ুন