সৌমেন দত্ত, কোচবিহার:
কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। গুরুতর জখম অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। হামলার ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসকদল। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাজু।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজু দে। বাড়ির কাছে তাঁকে গুলি করা হয়। গাড়িতে করে এসেছিল দুষ্কৃতীরা। গাড়ি থেকে নেমে গুলি চালিয়ে তারা পালায়। ঘটনার পরই তৃণমূল এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: কার্শিয়াংয়ের ডাউহিলকে ‘নো প্লাস্টিক জোন’ ঘোষণা
তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “এলাকায় অত্যন্ত জনপ্রিয় নেতা রাজু। ওই অঞ্চলে তৃণমূলকে শক্তিশালী করার পিছনে তাঁর অবদান রয়েছে। ফলে এই হামলা পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, দেখতে হবে। আমরা আশা করি, পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করবে। যেভাবে আমাদের দলের নেতার উপর হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।”
তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় বিজেপিকে তোপ দেগেছেন রাজ্যের শাসকদলের জেলা সভাপতি অভিজিৎ দে। তাঁর অভিযোগ, “এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। সাধারণ মানুষকে নিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে তৃণমূল। পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। সিসিটিভি ফুটেজে গাড়ির ছবি ধরা পড়েছে।” রাজু দে বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরও পড়ুন: গোঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! গেল প্রাণ! হাসপাতালে ২০
রাজু দে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই গুলিবিদ্ধ হয়েছেন শাসকদলের ওই নেতা।