Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: বিক্ষোভ আইনজীবীদের; কসবাকাণ্ডের প্রতিবাদ শিলিগুড়িতে

Siliguri: বিক্ষোভ আইনজীবীদের; কসবাকাণ্ডের প্রতিবাদ শিলিগুড়িতে

আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আইনজীবীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

কসবার আইন কলেজের আইনী পড়ুয়া এক ছাত্রীর উপর হওয়া নির্মম অত্যাচারের প্রতিবাদে উত্তাল সারা রাজ্য। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভে শামিল হলেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

আরও পড়ুন: “শমীক ভট্টাচার্যররা আসলে ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করছেন”; দাবি সৃজনের

এদিন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আইনজীবীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা।

আরও পড়ুন: গঙ্গার ঘাটে বসে দুই সাধুবাবা! হাত জোড় করলেই ‘সাধুবাবার প্রসাদ’! 

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ দাস বলেন, “এটা শুধুমাত্র একজন আইনজীবীর উপর আক্রমণ নয়, এটা গোটা আইন ব্যবস্থার উপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এই মুহূর্তে

আরও পড়ুন