Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গKatwa: ছিন্নভিন্ন দেহ, বিস্ফোরণে কেঁপে উঠল কাটোয়ার রাজোয়া গ্রাম

Katwa: ছিন্নভিন্ন দেহ, বিস্ফোরণে কেঁপে উঠল কাটোয়ার রাজোয়া গ্রাম

কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত ১, ভাঙল মাটির বাড়িও

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আবারও বাংলায় বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল কাটোয়া।  বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত আরও এক।  উড়ে গিয়েছে বাড়ির চাল। ভেঙে পড়েছে দেওয়াল। শুক্রবার রাতে বিস্ফোরণ হয়েছে কাটোয়ার রাজোয়া গ্রামে।

আরও পড়ুন: নিরব দর্শকের ভূমিকায় পুলিশ! প্রভু জগন্নাথের ভান্ডার লুঠ গুপ্তিপাড়ায়

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত   ৯টার পর আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পরপর দু’বার বিস্ফোরণের শব্দ। অভিঘাত এতটাই যেন আশপাশের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন, একটা বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে গিয়েছে, দেওয়াল ভেঙে পড়েছে।

খবর দেওয়া হয় থানায়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ভিতর থেকে ঝলসে যাওয়া একটা দেহ উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় পড়ে কাতরাচ্ছিলেন আরও এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর নাম তুফান চৌধুরী।

আরও পড়ুন: রাজ্যে ফের মোদি; দমদমে হতে পারে সভা

প্রাথমিক ধারণা যে তুফান বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এখানে বোমা বাঁধার কাজ করছিল। তখনই বিস্ফোরণ হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আদৌ ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল কিনা, কীসের জন্য বোমা বাঁধা হচ্ছিল, তুফানের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন