Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeকলকাতাKolkata Police: শহরে পর্যাপ্ত পুলিশ; উল্টো রথ ও মহরমে ৫০০০ পুলিশ রাস্তায়

Kolkata Police: শহরে পর্যাপ্ত পুলিশ; উল্টো রথ ও মহরমে ৫০০০ পুলিশ রাস্তায়

এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ, শনিবার উল্টো রথ এবং কাল, রবিবার মহরমের দিন ‍নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। আজ, শনিবার উল্টো রথে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে।

তার ফলে শহরের কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিটি রোড খুঁড়লে ঝুঁকি কতটা? বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণে গতি আনতে বৈঠক

এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা।

কাল, রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া–সহ শোভাযাত্রা বেরোবে। সে দিনও যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।

আরও পড়ুন: ছিন্নভিন্ন দেহ, বিস্ফোরণে কেঁপে উঠল কাটোয়ার রাজোয়া গ্রাম

তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।

সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।

এই মুহূর্তে

আরও পড়ুন