Sunday, 6 July, 2025
6 July, 2025
HomeদেশIndian Flag: তদন্তে পুলিশ! আবর্জনার স্তূপে পোড়ানো হচ্ছে জাতীয় পতাকা

Indian Flag: তদন্তে পুলিশ! আবর্জনার স্তূপে পোড়ানো হচ্ছে জাতীয় পতাকা

আবর্জনার স্তূপে একাধিক জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে একাধিক জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভোপালের ৫০ নম্বর ওয়ার্ড অফিসের কাছে একটি আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে, যেখানে নিয়মিত আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘আমেরিকান পার্টি’র মাস্কের, ট্রাম্পের সঙ্গে সরাসরি লড়াই

এই ঘটনার পর কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা বাবিশা পুলিশে অভিযোগ দায়ের করেন। কংগ্রেস নেতা বিবেক ত্রিপাঠীর দাবি, পুরসভার কর্মীদের অবহেলার ফলেই এমন গর্হিত ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকল ৩ ঘণ্টা ৪০ মিনিট জানকি এক্সপ্রেস; দুটো কাকের তুমুল ঝগড়া-মারপিট

ঘটনার গুরুত্ব বিবেচনায় শাহপুরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। থানার সাব ইনস্পেক্টর হরিশ গুজর জানান, “জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দু’টি অভিযোগ পেয়েছি। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে দুই রাজনৈতিক দলই।

এই মুহূর্তে

আরও পড়ুন