Sunday, 6 July, 2025
6 July, 2025
Homeদক্ষিণবঙ্গBody Found: চোখ কপালে বাসিন্দাদের! ক্যানেলের জলে মহিলার দেহ

Body Found: চোখ কপালে বাসিন্দাদের! ক্যানেলের জলে মহিলার দেহ

ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সবে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রাতঃভ্রমণেও বেরিয়েছেন এলাকার কয়েকজন। কিন্তু, সাতসকালেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাবেন তা ভাবতে পারেননি কেউই। ঘটনা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচকের। এখানেই হিজলি টাইডেল ক্যানেলের ১১ লকগেটের কাছে ভেসে উঠল এক মহিলার মৃতদেহ। প্রথমে তা এলাকার বাসিন্দাদেরই নজরে পড়ে। তবে মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: তদন্তে পুলিশ! আবর্জনার স্তূপে পোড়ানো হচ্ছে জাতীয় পতাকা

ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। কিন্তু কী করে ওই মহিলার দেহ ওখানে এল, খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকল ৩ ঘণ্টা ৪০ মিনিট জানকি এক্সপ্রেস; দুটো কাকের তুমুল ঝগড়া-মারপিট

পুলিশ যদিও বলছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে। তবে আপাতত মহিলার নাম পরিচয় জানার উপরেই জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তবে আপাতত কেউই ওই মহিলাকে চিনতে পারেননি বলেই খবর। সাতসকালে এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই মুহূর্তে

আরও পড়ুন