Monday, 7 July, 2025
7 July, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: ২১শে জুলাই "উত্তরকন্যা চলো" ডাক দিল বিজেপি, আজ শিলিগুড়িতে যুব মোর্চার...

Siliguri: ২১শে জুলাই “উত্তরকন্যা চলো” ডাক দিল বিজেপি, আজ শিলিগুড়িতে যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত

নারী সুরক্ষার দাবিতে "উত্তরকন্যা চলো" কর্মসূচিকে সফল করার জন্য আজকে শিলিগুড়িতে যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত হলো

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

21 শে জুলাই নারী সুরক্ষার দাবিতে “উত্তরকন্যা চলো” কর্মসূচিকে সফল করার জন্য আজকে শিলিগুড়িতে যুব মোর্চার বৈঠক অনুষ্ঠিত হলো। আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শ্রী অরিজিৎ দাস এবং শিলিগুড়ি জেলা সভাপতি শ্রী অরুন মন্ডল।

আরও পড়ুন: অভয়া কাণ্ডের এক বছর, অভিশপ্ত দিনে নবান্ন অভিযানের ডাক পরিবারের

এদিন শংকর ঘোষ জানালেন আমাদের এই অভিযান সফল করে তুলব আমরা। ২১ শে জুলাই কলকাতায় মুখ্যমন্ত্রী সভা করবেন বলে ডাক দিয়েছেন, সেই সভা চলাকালীন আমাদের এই অভিযান। এ দিনের বৈঠকে  উপস্থিত ছিলেন বিজেপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এদিন বিধায়ক নিজে জানালেন মুখ্যমন্ত্রী বাংলা কে শেষ করে দাওযার খেলায় মেতে উঠেছেন। সব প্রচেষ্টা ব্যর্থ। অথচ উনি একের পর এক  ভুল কাজ করে চলেছেন। এত লোককে ভুল দিকে টেনে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অথচ মানুষ সেটা একেবারেই বুঝে উঠতে পারছে না। আমরা সেটাই মানুষকে বুঝাতে চাই, তাই আমাদের উত্তর কন্যা অভিযান। সবার লক্ষ্য থাকবে এই অভিযান যেন  সফল করে তুলে ধরতে পারা যায়।

আরও পড়ুন: ‘অপরাধ দমনে শিলিগুড়িতে চাই কেন্দ্রীর বাহিনী’, মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন গৌতম

কারণ আমরা চিন্তা করে দেখেছি, বাংলাকে বাঁচাতে পারে  একমাত্র বিজেপি। তাই আমাদের এই অভিযানকে আপন করে তুলতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন