কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
অস্বাভাবিক মৃত্যু হল গোসাইপুর বল্লা কালীবাড়ির পুরোহিত মৃদুল চক্রবর্তীর। পাওয়া গেল তার ঝুলন্ত মৃতদেহ বাড়ি থেকে। নিতান্তই ভালো মানুষ ছিলেন মৃদুল চক্রবর্তী। পুজো করতেন প্রচন্ড নিষ্ঠা ভরে। স্থানীয় মানুষদের মতে ভালো পুজো করছেন তিনি, পূজা সম্পর্কে তার জ্ঞান ভালোই ছিল।
আরও পড়ুন: এ কী কাণ্ড ঘটালেন বিধায়ক হুমায়ুন! পরপর লাথি, তারপর ঘাড়ধাক্কা! আবার বিশ্ববিদ্যালয়ে ঢুকে
খুব অল্প বয়স থেকেই তিনি পুজো করতেন। আস্তে আস্তে সবার প্রিয় হয়ে উঠেছিলেন মৃদুল বাবু। ছোটদের কাছেও প্রিয় ছিলেন তিনি। হঠাৎ করে কি কারনে তিনি এই সিদ্ধান্ত নিলেন সেটা নিয়ে উত্তজ না তৈরি হয়েছে স্থানীয় মানুষের মনে। তার কোন পারিবারিক সমস্যাও ছিল না বলে জানা গেছে যতদূর। পুজো করতে তিনি প্রচন্ড ভালোবাসতেন, এবং অল্প বয়সী হলেও ঠাকুরের সম্পর্কে তার ভক্তি শ্রদ্ধা ছিল দেখবার মতন। একজন মন্দিরের পুরোহিতের এইভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় মানুষ।
আরও পড়ুন: বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে…! জানা নেই স্বর্ণ ব্যবসায়ী শেখ জামিল হুসেনের
রহস্য দানা বাধছে আস্তে আস্তে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এর পিছনে কারো আক্রোশ ছিল নাকি, অথবা মৃদুলবাবু জনপ্রিয় তাকে ঘিরে ঈর্ষান্বিত হয়ে পড়ে কেউ এমন কাজ করল নাকি সেটাই জানতে চাইছে পুলিশ। সন্দেহ ভজন কাউকে এখনো ধরা যায়নি। জানা গেছে।