Tuesday, 8 July, 2025
8 July, 2025
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: BRICS-কে রক্তচক্ষু, হুমকি ট্রাম্পের

Donald Trump: BRICS-কে রক্তচক্ষু, হুমকি ট্রাম্পের

মেয়াদ শেষ হতেই এবার কোন দেশের উপরে কত ট্যারিফ বসাতে চলেছে, তা নিয়ে চিঠি পাঠাতে চলেছে মার্কিন প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্রিকস-কে হুঁশিয়ারি ট্রাম্পের। হুমকি দিলেন অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ চাপানোর। ব্রিকস সম্মেলন শুরু হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, “যে দেশই ব্রিকসের অ্যান্টি-আমেরিকান নীতির দিকে ঝুঁকবে, তাদের উপরে ১০ শতাংশ অতিরিক্ত ট্যারিফ চাপানো হবে।”

আরও পড়ুন: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! অস্বাভাবিক মৃত্যু গোসাইপুর বল্লা কালীবাড়ির পুরোহিতের

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ট্যারিফ নিয়ে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। এবার ব্রিকস সম্মেলন শুরু হতেই আবার ‘ট্যারিফ-জুজু’ দেখালেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “ব্রিকসের আমেরিকা বিরোধী নীতির দিকে ঝুঁকবে, তাদের অতিরিক্ত ১০ শতাংশ ট্যারিফ দিতে হবে। এই নীতিতে কোনও ছাড় দেওয়া হবে না।”

শোনা যাচ্ছে, আমেরিকা শীঘ্রই একাধিক দেশকে ট্যারিফের চিঠি পাঠাতে চলেছে। ৯০ দিনের জন্য ট্যারিফ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। সেই মেয়াদ শেষ হতেই এবার কোন দেশের উপরে কত ট্যারিফ বসাতে চলেছে, তা নিয়ে চিঠি পাঠাতে চলেছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন: ‘সুবিধা বুঝে নয়, সন্ত্রাসের নিন্দা করাই নীতি হওয়া উচিত’, বিশ্বকে বার্তা নমোর

প্রসঙ্গত, ব্রিকসের অ্যান্টি-আমেরিকান অবস্থান নিয়ে হুঁশিয়ারি দিলেও, ঠিক কী বিষয়কে তিনি আমেরিকা-বিরোধী বলে বোঝাতে চেয়েছেন, তা উল্লেখ করেননি। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন যে যদি ব্রিকস দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারে লেনদেন বন্ধ করে, তাহলে ব্রিকস সদস্য দেশগুলির উপরে ১০০ শতাংশ ট্যারিফ বসাবেন। উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ব্রিকসের সদস্য।

এই মুহূর্তে

আরও পড়ুন