Thursday, 10 July, 2025
10 July, 2025
Homeরাজ্যNiti Aayog: মানচিত্র বিভ্রাট! বিহার হয়ে গেল বাংলা!  

Niti Aayog: মানচিত্র বিভ্রাট! বিহার হয়ে গেল বাংলা!  

সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগেরবার্ষিক রিপোর্টে বাংলাকে অপমান করা হয়েছে! এমনই অভিযোগ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে। ছবি দেখিয়ে দাবি করেছেন, দেশের মানচিত্রে পশ্চিমবঙ্গকে ভুল দেখানো হয়েছে। বিহারকে চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এই ঘটনা সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বনধে অচল কেবলমাত্র কেরল, সচল বাকি ভারত

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দেশের কেন্দ্র-রাজ্য সমন্বয়ের শীর্ষ মঞ্চ যখনই এমন গুরুতর ভুল করে, তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সেই সঙ্গে তা বাংলার প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ‘অবজ্ঞার বহিঃপ্রকাশ’। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগকে চিঠি দেওয়ার তথ্য দিয়ে তিনি লিখেছেন – পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে এই ভুল মেনে নেওয়া যায় না। এটি গুরুতর ভুল বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ৬০০ টাকা রোজ চাই, যাদবপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে দিল ধর্মঘটীরা

বিষয়টি নিয়ে লম্বা পোস্টে সাকেত গোখলেও বিঁধেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। পোস্ট করে লেখেন, “বাংলাকে নিজেদের মানচিত্রেই সঠিক জায়গায় বসাতে পারে না কেন্দ্র সরকার! এটা লজ্জাজনক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার দু’জন মন্ত্রী রয়েছেন, লোকসভায় ১২ জন বিজেপি সাংসদ। তবু এই ভুল?”

তাঁর আরও অভিযোগ, “বাংলাকে অপমান করা বিজেপির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। হিন্দিভাষী রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা, এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা — সবই একই সুরে বাঁধা। বাংলার পরিচিতি, সংস্কৃতি, মর্যাদাকে বারবার আঘাত করছে বিজেপি।”

আরও পড়ুন: প্লাবন হাওড়া-হুগলিতে! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

তৃণমূলের দাবি, এই ভুল নিছক ‘বিভ্রান্তি’ নয়, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। বিজেপি সরকার বারংবার বাংলাকে অপমান করে এসেছে। এবারও অন্য পদ্ধতিতে তা করল। রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদী সরকারের। 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন