দু’টো কলার দাম ৬০০ টাকা। বা দু’টো পরোটার দাম ২১৯৮ টাকা। সেই পরোটার দামের সঙ্গে ট্যাক্স যোগ করা হয়েছে। এরপর বিল হয়েছে আড়াই হাজার টাকার উপর। যা দেখে চক্ষু চড়কগাছ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্তর। সম্প্রতি একটা ভিডিয়ো পোস্ট করেছেন কিরণ। সেখানে তিনি জানিয়েছেন, ২১৯৮ টাকা দিয়ে দু’টো পরোটা অর্ডার করেছেন। তার মধ্যে একটা পরোটা আবার শেষ করতে পারেননি! ভিডিয়োতে দেখা যায় প্লেটে পরোটার একটা অংশ রয়ে গিয়েছে!
আরও পড়ুন: বেগুন ১০০, লঙ্কা ২০০; বাজারে ছ্যাঁকা! দাম চড়ছে হু-হু করে
অত্যন্ত নামী এক হোটেলে কিরণ থাকছিলেন, সেরকমই আঁচ করা যায়। সেখানে পরোটা অর্ডার করেই তিনি বুঝতে পেরেছেন যে ২৫০০ টাকা খরচ করে দু’টো পরোটা পাওয়া যায়! কিরণ মজা করে বলেছেন, ”দেখুন আমি কত বড়লোক!” তবে এই ঘটনা কলকাতার হোটেলে ঘটেনি। কিরণ দত্ত যে বিল শেয়ার করেছেন, তাতে মনে হচ্ছে তিনি দিল্লিতে থাকছিলেন। সেখানেই এমন কাণ্ড ঘটেছে। কিরণের এই পোস্ট দেখে অনেকে বেজায় মজা পেয়েছেন। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”এই জন্য পরোটা খেতে দিল্লি নয়, বরং রাজুদার কাছে যাওয়া উচিত।” সোশ্যাল মিডিয়াতে কিরণের মতোই ভাইরাল এই পরোটা বিক্রেতা আর তাঁর কথা বলার ধরন।
আরও পড়ুন: মেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
অতীতে রাহুল বোস ক্ষোভ উগরে দিয়েছিলেন। দু’ টো কলা অর্ডার করেছিলেন তিনি। তার দাম নেওয়া হয়েছিল ৪৪২ টাকা। তাতে রাহুল প্রশ্ন করেছিলেন, কলাটা কি গোল্ড প্লেটেড? এবার মজার ছলে পরোটা নিয়েও প্রায় একই রকম প্রশ্ন ছুঁড়ে দিলেন কিরণ দত্ত।