Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাDilip Ghosh: ‘ম্যায় হু না…’, ফর্মে দিলীপ; মুখ খুললেন ‘কর্মী’ দিলীপ

Dilip Ghosh: ‘ম্যায় হু না…’, ফর্মে দিলীপ; মুখ খুললেন ‘কর্মী’ দিলীপ

দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথমসারিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘ম্য়ায় হু না…’। এই কথার সরাসরি বাংলা তর্জমা করলে দাঁড়ায়, তিনি আছেন। তাই চিন্তার নেই। মাস কয়েক আগের ছবিটার সঙ্গে যেন দিলীপের এখনকার কথা মিলছে না। যখন শমীক বসেছেন শীর্ষ পদে, তিনি বাজিয়েছেন ডুগডুগি। অবশ্য, একাংশের মতে সেই ডুগডুগি আসলে তিনি নিজের জন্য নয়। বাজিয়েছেন দলের অন্য নেতাদের জন্য। কারণ, দিলীপ আবার ফিরছেন বা বলা চলে ফিরে গিয়েছেন।

আরও পড়ুনঃ অবিরাম বৃষ্টি; বন্যার ভ্রুকুটি খানাকুলে, আশঙ্কা গ্রামবাসীদের

মঙ্গলবার সেই সূত্র ধরেই একবারে নাম না করেই সুকান্ত-শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন তিনি। এদিন দিলীপ বলেন, ‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’

এরপরেই দিলীপের সংযোজন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।’

আরও পরুনঃ ফিরছেন শুভাংশু, অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসী

উল্লেখ্য, এই দিলীপ কিন্তু একেবারে পুরনো দিলীপ। যার ধ্য়ান-জ্ঞানই দল। কিন্তু মাঝের পর্বটা একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে, দূরত্ব বেড়েছিল। যা শমীক মিটিয়েছেন। দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপ এবার ফের প্রথমসারিতে। আর পুরনোদের সামনে বসানোর বার্তা তো খোদ বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন