Friday, 18 July, 2025
18 July, 25
HomeদেশPatna: ‘নিরাপত্তাহীন বিহার’! বলিউডি কায়দায় হাসপাতালে ঢুকে রোগীকে খুন দুষ্কৃতীদের

Patna: ‘নিরাপত্তাহীন বিহার’! বলিউডি কায়দায় হাসপাতালে ঢুকে রোগীকে খুন দুষ্কৃতীদের

এ যেন গ্যাংস অব পটনা! হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল ৫ ব্যক্তি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গ্যাংস অফ পাটনা! কোনও সিনেমার নাম নয়। কুখ্যাত গ্যাংস্টার তথা বেশ কয়েকটি খুনের দায়ে যাবজ্জীবন সাজা খাটা আসামি চন্দন মিশ্রকে পাটনার হাসপাতালে ঢুকে বৃহস্পতিবার সকালে খুন করল তারই বিরোধী গ্যাংয়ের শত্রুরা। বিজেপি-জেডিইউ জোট সরকার শাসিত বিহারের রাজধানী খোদ পাটনার এই ঘটনায় রে রে করে উঠেছে আরজেডি ও কংগ্রেস সহ বিরোধী দলগুলিও। একে একে পাঁচজন লম্বা-চওড়া চেহারার টুপি পরা যুবক হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনতলায় উঠে খুন করে চন্দন মিশ্রকে। সম্প্রতি অসুস্থতার কারণে সাজাপ্রাপ্ত আসামি চন্দন প্যারোলে মুক্তি পেয়ে ভর্তি হয়েছিল নামীদামি পরশ হাসপাতালে।

আরও পড়ুনঃ এই ছবি সাধারণ? স্বাভাবিক? উত্তরবঙ্গ মেডিকেলে দেহ খুবলে খেল কুকুর

দিনদুপুরে পাটনার বুকে এই ঘটনায় ফের একবার বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীরা করিডর ধরে ধীরেসুস্থে হেঁটে এসে ঢোকে ২০৯ নম্বর ঘরে। সেখানেই আইসিইউতে ভর্তি ছিল বেশ কয়েকটি খুনের আরেক আসামি চন্দন মিশ্র। দুষ্কৃতীদের পাঁচজনের কোমরে গোঁজা ছিল নাইন এমএম ছাড়াও ভাল পিস্তল।

খুনের পর দুষ্কৃতীরা ঘর থেকে ছুটে এসে বেরিয়ে যায়। তবে প্রথম যে যুবকটি ঢুকেছিল, সে কিছুক্ষণ পর বেরিয়ে এসে শান্তশিষ্টভাবে করিডর ধরে হেঁটে যায়। পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে খোঁজ শুরু করেছে। গোটা ঘটনাই একেবারে ক্রাইম থ্রিলারের মতো রোমকূপ খাড়া করে দেওয়ার মতো দৃশ্য।

বক্সারের শিল্পাঞ্চল থানার অন্তর্গত সোনবর্ষা গ্রামের বাসিন্দা মন্টু মিশ্রর ছেলে চন্দন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের মামলা ছিল। তারই একটিতে সে বর্তমানে যাবজ্জীবন সাজা খাটছিল। খুন ছাড়াও তোলাবাজি, অপহরণের মতো অভিযোগ ছিল চন্দনের বিরুদ্ধে। বক্সার জেলায় একসময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত চন্দনের নামে। বক্সারের ব্যবসায়ী রাজেন্দ্র কেসরি খুনের মামলায় চন্দনের নাম ছিল। চন্দনের সঙ্গেই ওই মামলায় নাম ছিল ওমপ্রকাশ সিং ওরফে শেরু সিংয়ের। সেটাই ছিল চন্দন ও শেরুর অপরাধ জীবনের প্রথম চাঞ্চল্যকর খুনের ঘটনা। এরপর থেকেই চন্দন ও শেরুর নাম বক্সারের অপরাধ জগতের কপালে তিলকের মতো উঠে যায়। পরে আদালতে যাবজ্জীবন সাজা পায় চন্দন।

আরও পড়ুনঃ স্বাদ বদলে যাবে! আখের রস দিয়ে তৈরি হবে কোকাকোলা

চন্দন বেউর জেলে বন্দি ছিল। অসুস্থতার কারণে মেডিক্যাল প্যারোলে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই ঘটনায় রাজনীতির ময়দানে লাফ দিয়ে নেমেছে কংগ্রেস। ঘটনার ভিডিও শেয়ার করে নীতীশ কুমার সরকারের আইনশৃঙ্খলাহীন বিহারের ছবি তুলে ধরেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, গত ১৭ দিনে ৪৬টি খুন হয়েছে। এখানে গুন্ডাদের রাজত্ব চলছে। এবার পাটনার হাসপাতালেও অপরাধীরা ঢুকে গুলি করে খুন করে চলে গেল।

রাষ্ট্রীয় জনতা দলনেতা তেজস্বী যাদব বিজেপি-নীতীশের জোট সরকারের তীব্র নিন্দা করেছেন। তেজস্বী বলেন, বিহারে কোন মানুষটা নিরাপদে আছেন? ২০০৫ সালের আগে বিহারে এরকম ঘটনা কি ঘটেছে? যখন আরজেডি সরকার চালাত?

 

এই মুহূর্তে

আরও পড়ুন