Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গDarjeeling Landslide: মর্মান্তিক ঘটনা; পাথরের চাঁই গড়িয়ে মৃত্যু হল ৬ বছরের শিশু...

Darjeeling Landslide: মর্মান্তিক ঘটনা; পাথরের চাঁই গড়িয়ে মৃত্যু হল ৬ বছরের শিশু সহ ২ জনের

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

একদিকে টানা বৃষ্টি। তার ওপর পাহাড়ে ধস। ভূমিধসে ক্ষতিগ্রস্ত পানীয় জলের পাইপ মেরামত করতে গিয়ে পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে মৃত্যু হল ৬ বছরের শিশু সহ ২ জনের। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের গোকে এলাকায়।

আরও পড়ুনঃ এটাই এখনকার চল, লাইভ এসে সুইসাইড! প্রেমের খেসারত জীবন দিয়ে, আত্মঘাতী ছাত্রী

নিহতের কাকা উদাই লিম্বু জানান, গত ২৪ ঘন্টা ধরে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পানীয় জলের পাইপ। সেটি মেরামত করতে গিয়েছিলেন ৬ বছরের সামান্তা লিম্বু, তার মা এবং খুড়তুতো দাদা প্রণীল যোগী (২৭)। ভূমিধসের নীচে চাপা পড়ে যাওয়া জলের পাইপ মেরামত করার সময় হঠাৎই উপর থেকে একটি বিশাল পাথর তাঁদের উপর গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রণীলের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সামান্তার।

আরও পড়ুনঃ নিমেষেই সব শেষ, মাত্র ৯ বছরে হার্ট অ্যাটাক! টিফিন বাক্স খুলতেই একের পর এক অ্যাটাক

তবে কিছুটা দূরে থাকায় অক্ষত থাকেন শিশুর মা। প্রণীল কার্সিয়াংয়ের বাসিন্দা। তিনি গত কয়েক বছর ধরে গোকেতে বসবাস করছিলেন। এদিন ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এই মুহূর্তে

আরও পড়ুন