আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোট শুরু হতে এখনও কয়েকমাস বাকি ৷ তার আগেই বড় পদক্ষেপ করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন ৷ সাতটি রাজনৈতিক দলকে বাতিল করে দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে ৷
কমিশনের ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, কেন এই রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিল হবে না, তা জানতে চেয়ে শো-কজ করা হয়েছিল ৷ শুনানিতে ডাকা হয়েছিল ৷ তার পরও এই দলগুলির তরফে কেউ কমিশনের কাছে হাজির হয়নি ৷ সেই কারণেই এই সাতটি দলের রেজিস্ট্রেশনের বাতিল করার বিষয়ে কমিশন চিন্তাভাবনা শুরু করেছে ৷
বিষয়টি ঠিক কী ?
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সারা দেশে মোট 345টি রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয় ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি রাজনৈতিক দল ছিল ৷ এই দলগুলিকে শো-কজ করে কমিশন ৷ চলতি মাসের 14 তারিখের মধ্যে ওই দলগুলির কাছ থেকে সমস্ত বৈধ নথিপত্র চাওয়া হয় ৷ পাশাপাশি পরবর্তীতে এই শুনানি হবে বলেও জানানো হয় ৷ সেই শুনানির শেষদিন ছিল, 17 জুলাই (বৃহস্পতিবার) ৷
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আটটি রাজনৈতিক দলের মধ্যে একটি দল নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত বৈধ নথিপত্র জমা করে ৷ শুনানিতেও হাজির হয় ৷ তাই তাদের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে না ৷ তবে বাকি সাতটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুনঃ পলিক্লিনিক সিল; লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য ব্যবসা
কোন মাপকাঠিতে এই আটটি দলকে বেছে নেওয়া হল ?
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক দল হিসেবে ভোটে লড়তে গেলে কমিশনের কাছে নাম নথিভুক্ত করাতে হয় ৷ কিন্তু এমন অনেক দল থাকে, যারা শুধু থেকে যায় খাতায়-কলমে ৷ অর্থাৎ তাদের নাম তো কমিশনের কাছে থাকে ৷ কিন্তু ভোটে লড়ে না এই দলগুলি ৷ কমিশনের পরিভাষায় এই দলগুলিকে বলা হয় – RUPP. এর অর্থ রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টি ৷ বাংলায় তর্জমা করলে, নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল ৷ সারা দেশে এমন মোট 2800টি রাজনৈতিক দল রয়েছে ৷
নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের দলগুলিকে চিহ্নিত করে রেজিস্ট্রেশন বাতিল করে নির্বাচন কমিশন ৷ তবে নিয়ম মেনে তার আগে সংশ্লিষ্ট দলগুলির কাছে শোকজ নোটিশ পাঠানো হয় ৷ তার পর শুনানি হয় ৷ সবশেষে কমিশন সন্তুষ্ট না-হলে বাতিল করে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে ৷ এবার সেই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়ার পথে সাতটি রাজনৈতিক দল ৷
আরও পড়ুনঃ শারীরিক সম্পর্কে আপত্তি! ‘ডিভোর্স হওয়াই ভাল’, মনে করল হাইকোর্ট
পশ্চিমবঙ্গে কোন কোন দলকে নোটিশ দেওয়া হয়েছিল ?
যে আটটি রাজনৈতিক দলকে শোকজ করা হয়েছিল, সেই দলগুলির নাম হল:
- মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া
- ইন্ডিয়ান পিপলস ফরওয়ার্ড ব্লক
- ইন্ডিয়ান ডেমোক্রেটিক কংগ্রেস
- ডেমোক্রেটিক সোসিয়ালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র)
- ভারতীয় নিউ ডেমোক্রেটিক পার্টি
- বাংলা বিকাশবাদী কংগ্রেস
- বঞ্চিত স্বরাজ পার্টি
- অল ইন্ডিয়া তফসিলি ইউনাইটেড পার্টি
কোন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে না ?
কমিশন সূত্রে খবর, তাদের নোটিশ মেনে 14 জুলাইয়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিয়েছিল, মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া ৷ তারা শুনানিতেও হাজির হয়েছিল ৷ তাদের পেশ করা নথিগুলি বৈধ ৷ তারা 2019 সাল থেকে ভোটে লড়ছে ৷ তবে তাদের প্রার্থীরা নির্দল হিসেবে ভোটে লড়াই করে ৷ সেই কারণে তাদের রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে না ৷ কিন্তু বাকি সাতটি দল এবার বিলুপ্ত হওয়ার পথে ৷