Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাStudent Election: ঘর গোছাচ্ছে TMCP, প্রস্তুতিও নাকি শুরু

Student Election: ঘর গোছাচ্ছে TMCP, প্রস্তুতিও নাকি শুরু

সূত্রের খবর, ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে টিএমসিপি-র স্টেটাস রিপোর্ট।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে ছাত্রভোটের দামামা বেজেই গেল! সদ্য রাজ্যকে ছাত্রভোট নিয়ে চিন্তাভাবনা করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও কলেজে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০২০-তে শেষবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল নির্বাচন। এবার হাইকোর্টের কড়া নির্দেশ আসার পর শাসক দল নড়েচড়ে বসেছে বলে সূত্রের খবর। গত বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, ২ সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ ভোট নিয়ে অবস্থান জানাতে হবে রাজ্যকে।

আরও পড়ুনঃ প্রচলিত ধারণা ভেঙে দিল গবেষণা! প্রতিযোগিতায় ছোটে না শুক্রাণুরা’, ডিম্বাণুই বেছে নেয় বিজয়ীকে

আগামী কয়েক মাসের মধ্যেই ছাত্রভোটের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সাংগঠনিক প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের কাছে জেলাওয়াড়ি রিপোর্ট পেশ করেছে ছাত্র সংগঠন। চলতি বছর শেষ হওয়ার আগেই ছাত্রভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে টিএমসিপি।

সদ্য কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর নতুন করে ছাত্র ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, মনোজিত-কাণ্ড থেকে শিক্ষা নিচ্ছে টিএমসিপি। তাই ভোটের আগে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে। আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। তার আগেই সব অভিযুক্ত নেতাদের কলেজের ইউনিট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও টিএমসিপি সূত্রে খবর।

২৮ অগস্টের আগে সব কলেজে নতুন ইউনিট চালু হবে। আরও জানা যাচ্ছে যে, সেই ইউনিটে প্রথম বা দ্বিতীয় বর্ষের পড়ুয়ারাই কলেজের সভাপতি হবেন, তৃতীয় বর্ষের পড়ুয়ারা নয়। কলেজের টিএমসিপি সভাপতি হিসেবে ছাত্রীদের প্রাধান্য দেওয়া হবে। প্রত্যেক জেলায় একজন করে রাজ্য কমিটির অবজার্ভার নিয়োগ করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে টিএমসিপি-র স্টেটাস রিপোর্ট।

আরও পড়ুনঃ সূর্যের নবম গ্রহ কি ছিটকে বেরিয়ে গিয়েছিল! উদ্ভট ও রহস্যময় কক্ষপথের হদিস

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “আমি খুশি। আমি তো বারবার বলতাম ইউনিয়ন রুমের বাইরে রাজনীতি করতে হবে। ছাত্র-ছাত্রীদের আরও বেশি কাছে যাওয়া জরুরি। ভোট যেদিনই হোক, আমরা প্রস্তুত। প্রতিটি জায়গায় ভাল ফল করবে টিএমসিপি।” এদিকে, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, “আসলে লোক দেখানো ছাত্র ভোট হবে। ইউনিয়ন রুমগুলিতে এতদিন অবৈধভাবে তাণ্ডব চলত, এবার বৈধভাবে চলবে।”

২০১৭ সালে ছাত্র নির্বাচন হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার আওতাধীন কলেজগুলিতে। তার দু’বছর বাদে ২০১৯ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র নির্বাচন হয়। ২০২০ সালে ছাত্র নির্বাচন হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এর পরে দীর্ঘ পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু কোনও কলেজে ছাত্র সাংসদ নির্বাচন আর হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন