spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeদেশVirtual Meeting: অঙ্ক কষে ধরিয়ে দিলেন E²-র ফর্মুলা! অভিষেকের আড়াই চাল

Virtual Meeting: অঙ্ক কষে ধরিয়ে দিলেন E²-র ফর্মুলা! অভিষেকের আড়াই চাল

অভিষেকের দাবি, বিজেপি E Square (E²) ফর্মুলাতে আক্রমণ করছে। বিরোধী শিবিরের জন্য ED। আর সাধারণের জন্য EC বা নির্বাচন কমিশন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দীঘা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি লাইনটা ধরিয়ে দিলাম, এবার আপনারা বুঝুন…।’ শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে সেই বোঝানোর কাজটাই যেন ফের একবার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ পহেলগাঁও-সিঁদুর-ট্রাম্প ‘রহস্য’ থেকে বিহারের ভোটার সমীক্ষা! বাদল অধিবেশনে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে দিল ‘ইন্ডিয়া’ বৈঠক

জোটের ভবিষ্যৎ যাই হোক, অস্তিত্ব রয়েছে। আপাতত সেটাই বাস্তব। আর অস্তিত্ব যখন রয়েছে, তখন কৌশলও প্রয়োজন। বাদল অধিবেশনের কৌশল। সেটা তৈরিতে শনিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। নয়াদিল্লি সূত্রে খবর, জোটের মোট ২৪টি শরিক দল এই বৈঠকে যোগ দিয়েছিল। যোগ দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।

সূত্রের খবর, এদিনের বৈঠকে মাস কয়েক আগে মমতা যে ইস্যুটাকে তুলে ধরেছিলেন। সেই ইস্যুই ফের একবার শোনা গেল তাঁর মুখে। তা হল, ভোটার সমীক্ষার মধ্যে দিয়ে ঘুরপথে NRC এদিন অভিষেক বলেন, ‘লোকসভা নির্বাচনের চার মাস পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৪০ লক্ষ ভোটারকে রাতারাতি সংযুক্ত করা হয়েছে। বিহারেও একই চক্রান্ত করা হচ্ছে।’

অভিষেকের দাবি, বিজেপি E Square (E²) ফর্মুলাতে আক্রমণ করছে। বিরোধী শিবিরের জন্য ED আর সাধারণের জন্য EC বা নির্বাচন কমিশন। বলে রাখা ভাল, এদিনের বৈঠকে বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে অভিষেকের তোলা ‘ভোটার সমীক্ষা’ ইস্যু সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে। এবার ইস্যুকেই হাতিয়ার করে অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে আসর সাজাবে ইন্ডিয়া জোট।

আরও পড়ুনঃ কেউ অনলাইন, কেউ তালা-বন্ধ! এই নিয়ে ২১ জুলাই-এর বাংলার স্কুলের অবস্থা

পাশাপাশি, পহেলগাঁও থেকে সন্ত্রাসবাদ। এমনকি, ভারতের বিদেশনীতি নিয়েও সরব হয়েছিলেন অভিষেক। বৈঠকে তাঁর দাবি, পহেলগাঁও গোয়েন্দারা সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এরপরেও কেন আইবি কর্তার সময়কাল বর্ধিত করা হল? এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার না করে কেন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে? এই রক একাধিক ইস্যুকে অধিবেশনে হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন তিনি।

পহেলগাঁও পরবর্তী সময়কালে ট্রাম্পের অতিসক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্রের দিকে প্রশ্ন ছুড়েছিলেন অভিষেক। আর তা যে আসন্ন অধিবেশনেও বজায় থাকবে, সেই বার্তাই শনির বৈঠক স্পষ্ট করলেন তিনি। বললেন, দেশবাসী দুর্ভাগ্য যে তাদের ডোনাল্ড ট্রাম্পের সমাজমাধ্যমের দিকে তাকিয়ে সংঘাতের আপডেট জানতে হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন