Tuesday, 22 July, 2025
22 July, 25
Homeআবহাওয়াWeather Update: ফের শিরে সংক্রান্তি! বঙ্গে বড় বিপদের পূর্বাভাস ২১ জুলাই

Weather Update: ফের শিরে সংক্রান্তি! বঙ্গে বড় বিপদের পূর্বাভাস ২১ জুলাই

বর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেই ধারাই আরও জোরদার হতে চলেছে চলতি সপ্তাহে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একটানা বৃষ্টিতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয়েছে বঙ্গবাসীকে! যাবে যাবে করে শেষমেশ নিম্নচাপ বিদায় নিয়েছিল, তবে আরও একটা খারাপ খবর আগত। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে।  ফলে আবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ আপনার ফ্রিজে পনির আর রান্নাঘরে পোস্ত-গোলমরিচ রয়েছে? বানিয়েই দেখুন না একবার

২৪ তারিখ নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। তার জেরে ২৪ তারিখ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় বিশেষ করে দুই মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুনঃ কেউ অনলাইন, কেউ তালা-বন্ধ! এই নিয়ে ২১ জুলাই-এর বাংলার স্কুলের অবস্থা

২৬ তারিখও  পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।  উল্লেখ্য, রাত পোহালেই একুশে জুলাই। রাজ্যে শাসকদলের বড় সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা রওনা দেবেন ধর্মতলার উদ্দেশে। বলা ভালো রাত থেকেই তাঁরা কলকাতার উদ্দেশে আসতে শুরু করবেন। গত বছরও একুশে জুলাই কলকাতা ভারী বৃষ্টি হয়েছিল। এবার কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

এই মুহূর্তে

আরও পড়ুন