সদ্য এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে। রুমের ভিতরেই মেলে রিতম মণ্ডল নামে ওই ছাত্রের দেহ। সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই আরও এক মৃত্যু খড়্গপুর আইআইটি-তে। মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। সোমবার রাতেই আচমকা মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ উদ্ধার ৫৬জন যুবতী আটক ২জন! NJP স্টেশনের ক্যাপিটাল এক্সপ্রেস থেকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান চন্দ্রদীপ। সেই সময় কোনও কারণে শ্বাসনালীতে আটকে যায় ওই ওষুধ। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা বি সি রায় কলেজে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারকে খবর দেওয়া হলে সকালেই পৌঁছে যান তাঁরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুনঃ মৃতের সংখ্যা আরও বেড়ে হল ২৭! আহত অন্তত ১৭০ জন, ৭৮ জন ভর্তি বিভিন্ন হাসপাতালে
ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। চতুর্থ বর্ষের ওই ছাত্রের কোনও মানসিক চাপের কথাও শোনেনি কেউ। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে রিতম বা চন্দ্রদীপের মৃত্যু প্রথম নয়, গত সাত মাসে এই আইআইটি-তে এই নিয়ে মোট ৫ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল।


                                    
