Wednesday, 23 July, 2025
23 July, 25
Homeরাজ্যIndustry: পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাতে, রাজস্থানে চলে গেল ৬৬৮৮টি সংস্থা

Industry: পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাতে, রাজস্থানে চলে গেল ৬৬৮৮টি সংস্থা

মহারাষ্ট্রে ১৩০৮টি কোম্পানি, দিল্লিতে ১২৯৭টি, উত্তর প্রদেশে ৮৭৯টি সংস্থা, ছত্তিশগড়ে ৫১১টি, গুজরাতে ৪২৩টি, রাজস্থানে ৩৩৩টি সংস্থার দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। তৃণমূল আমলে শিল্পের অগ্রগতি হয়নি বলেই বারবার দাবি করেন বিরোধীরা। এবার জানা গেল, ঠিক কতগুলি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে গত কয়েক বছরে? রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সংসদে।

আরও পড়ুনঃ ধৃত ৩ ক্যামেরুনের তিন খেলোয়াড়! নেপালে পালানোর ছক

শমীকের উত্তরে কেন্দ্র জানিয়েছে, গত ১৪ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬৮৮টি সংস্থা। অন্য কোনও রাজ্যে চলে গিয়েছে সংস্থাগুলির অফিস। শমীকের প্রশ্ন ছিল, কতগুলি সংস্থা ভিনরাজ্যে তাদের অফিস সরিয়ে নিয়েছে? কোন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? এর মধ্যে কতগুলি সংস্থা স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত ছিল?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ৬৬৮৮টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে। এই ৬৬৮৮টি কোম্পানির মধ্যে ১১০টি ছিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

২০১৫–১৬ তে ৮৬৯টি কোম্পানি, ২০১৬–১৭ তে ৯১৮টি কোম্পানি ও ২০১৭–১৮ তে ১০২৭টি কোম্পানি স্থানান্তরিত হবে।

আরও পরুনঃ বেশ চ্যালেঞ্জিং! পশ্চিমবঙ্গ বিধানসভা র্নির্বাচন ২০২৬ (পর্ব-১)

কোন রাজ্যে সরে গিয়েছে সংস্থাগুলি?

মহারাষ্ট্রে ১৩০৮টি কোম্পানি, দিল্লিতে ১২৯৭টি, উত্তর প্রদেশে ৮৭৯টি সংস্থা, ছত্তিশগড়ে ৫১১টি, গুজরাতে ৪২৩টি, রাজস্থানে ৩৩৩টি সংস্থার দফতর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গনাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন