Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeদেশReels: ফাইন দেওয়ার জন্য আপনি প্রস্তুত, জেল যাওয়ার জন্য আপনি রেডি আছেন...

Reels: ফাইন দেওয়ার জন্য আপনি প্রস্তুত, জেল যাওয়ার জন্য আপনি রেডি আছেন তো! খুব সাবধান

রিলস বানানোর উন্মাদনায় প্রাণের ঝুঁকি নিতেও দু’বার ভাবছেন না অনেকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের দিনে রিলস তৈরি যেন একটা নেশায় পরিণত হয়েছে। কাজের মাঝে হোক বা বাড়িতে, বাচ্চা থেকে বুড়ো-সকলেই রিলস বানাতে ব্যস্ত। রিলস বানানোর উন্মাদনায় প্রাণের ঝুঁকি নিতেও দু’বার ভাবছেন না অনেকে। রেল স্টেশনে, এমনকী রেললাইনে নেমে বা ট্রেনের ভিতরেও রিলস বানাচ্ছেন। তবে এবার খুব সাবধান। ট্রেনে বা স্টেশনে যদি রিলস বানাতে গিয়ে ধরা পড়েন, তাহলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।

আরও পড়ুনঃ শিবমন্দির তুমি কার? ধুন্ধুমার যুদ্ধ কম্বোডিয়া-থাইল্যান্ডের; নেপথ্যে এক শিবমন্দির

কয়েক মাস আগে, চেন্নাইয়ের কাছে রিলস বানাতে গিয়ে ১৫ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছিল।  এরপর রেল স্টেশনগুলিতে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল সাধারণ মানুষ। তাদের দাবি মেনেই এবার রেলের তরফে কঠোর পদক্ষেপ করা হল। তামিলনাড়ুতেও নিষিদ্ধ করা হল রেলস্টেশনে এবং ট্রেনে রিলস তৈরি করা। কেউ ভিডিয়ো বা রিলস তৈরি করে যদি পোস্ট করেন, তবে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা দিতে হবে।

রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, পাবলিক প্লেসে রিলস তৈরির উন্মাদনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রেলস্টেশন, রেললাইন এবং ট্রেনের কোচে বিপজ্জনকভাবে রিল তৈরি জনপ্রিয় হওয়ার পর থেকে মানুষ এর বিপদ না বুঝেই রিলস রেকর্ড করছে।  এবার থেকে রেলস্টেশন, রেললাইন এবং ট্রেনের কোচে বিপজ্জনকভাবে রিল তৈরি করলে কমপক্ষে এক হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি ট্রেন থেকে লাফ দেওয়া বা এই ধরনের ঝুঁকিপূর্ণ ভিডিয়ো করলে গ্রেফতার করা হবে।

আরও পড়ুনঃ 5G-র ভারতে এই প্রথম ‘মানব-ব্রিজ’

সাধারণত রেলওয়ে স্টেশনগুলিতে ভিডিয়ো রেকর্ড করা নিষিদ্ধ। কিন্তু রিলের উন্মাদনার কারণে অনেকেই ভিডিয়ো রেকর্ড করে পোস্ট করছেন। নিরাপত্তার স্বার্থে রেল স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছেন পুলিশ, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে স্টেশন ম্যানেজাররা। বিশেষ করে, চলন্ত ট্রেনে রিল তোলা, ট্রেন ট্র্যাকে আসার আগে ঘনিষ্ঠ ভিডিয়ো তৈরি করা, ট্র্যাকের উপর হাঁটা, লাইক পাওয়ার জন্য ট্র্যাকের উপর ঘুমানো এবং চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দেওয়া ইত্যাদি ভিডিয়ো যাতে তৈরি না হয়, তার জন্য কড়া নজরদারি করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে মুম্বই, দিল্লি ও উত্তর প্রদেশেও রেল স্টেশনে রিলস তৈরি নিষিদ্ধ করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন