বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে চরমে রাজনৈতিক তরজা। এরই মধ্যে বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ জাতীয় নির্বাচন কমিশন শুরু করতে চলেছে বলে সূত্রের খবর। অগস্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) শুরু হতে পারে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলীয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিজেপি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জন্য দলের কর্মীদের কেন প্রশিক্ষণ দিচ্ছে গেরুয়া শিবির? প্রশিক্ষণপ্রাপ্তরা কী কাজ করবেন?
আরও পড়ুনঃ অকারণ নারীশরীর প্রদর্শন, অযথা যৌনতা! ২৪ টি ‘সফট পর্ন’ অ্যাপ ব্যান করল সরকার
বিহারে ভোটার তালিকা থেকে ৫৬ লক্ষের নাম বাদ দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কাদের বাদ দেওয়া হচ্ছে, তাও জানিয়েছে কমিশন। তবে তাতে বিতর্ক থামেনি। এই পরিস্থিতিতে কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর আগে প্রস্তুত থাকতে চাইছেন শমীক ভট্টাচার্যরা। তাই, দলের নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই সেই প্রশিক্ষণের কাজ শুরু করেছে তারা।
জানা গিয়েছে, দলের নেতা-কর্মীদের দুটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটি বিএলও ওয়ান। যা বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ। অন্যটি বিএলও টু। যা বুথভিত্তিক। প্রত্যেক বিধানসভায় তিনজন করে বিএলও ওয়ান থাকছেন। এই তিনজনের নাম ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার(DEO) তথা জেলাশাসকের কাছে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ উইফার এফেক্ট! বিকেলের পর আরও খারাপ হতে পারে আবহাওয়া
বিএলও ওয়ান হিসাবে যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাই বিএলও টু-দের প্রশিক্ষণ দেবেন। বিএলও ওয়ান হিসাবে তিন থেকে সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। আগামী ২০ অগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণ।
বিজেপির বক্তব্য, ভোটার তালিকা সংশোধনে এটা নতুন প্রক্রিয়া। সাধারণ মানুষ অনেকক্ষেত্রেই বিষয়টি সম্পর্কে অবহিত না থাকতে পারেন। ভোটার তালিকা সংশোধনের সময় ভোটারদের ফর্ম পূরণে সাহায্য করবেন এই প্রশিক্ষণপ্রাপ্তরা। কিংবা কোন নথি জমা দিতে হবে, সেগুলো জানাবেন। তাছাড়া, অনেকসময় বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। সেই গাফিলতিও যাতে না হয়, সেসব দিকে নজর রাখবেন এই প্রশিক্ষণপ্রাপ্তরা।