বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে গত দু’দিন ধরে টানা বৃষ্টি চলছে। থেকে থেকে মুষলধারে বর্ষণে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলি। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টির বিরাম নেই। এই অবস্থায় খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। আরও কিছু দিন এই বৃষ্টি চলবে। কলকাতায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ গত ছ’ঘণ্টায় ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার ভোরে তার অবস্থান ঝাড়খণ্ডের উপর, রাঁচী থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিম, জমশেদপুর থেকে ১২০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিম। অর্থাৎ, পশ্চিমবঙ্গের উপর থেকে নিম্নচাপ সরেছে। আগামী ৩৬ ঘণ্টায় এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ছত্তীসগঢ়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের উপর দিয়ে যাবে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা বর্তমানে জম্মু, চণ্ডীগড়, শাহজাহানপুর, গোরখপুর, পটনা, রাঁচী, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ষার বাতাস সক্রিয় থাকায় আরও প্রায় এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর দুর্ঘটনা! অমিত সাহার পেটে ঢুকে গেল বাঁশ, জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিক্যালে
দক্ষিণের সব জেলাতেই আগামী এক সপ্তাহ কমবেশি বৃষ্টি হবে। শনিবার এবং রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়া, বাঁকুড়ায়। রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে। সোমবার কলকাতায় আলাদা করে কোনও সতর্কতা নেই। তবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায়।
মঙ্গলবার থেকে কলকাতা-সহ একাধিক জেলায় আবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে। এ ছাড়া, দুই ২৪ পরগনায় মঙ্গলবার হতে পারে অতি ভারী বর্ষণও (৭ থেকে ২০ সেন্টিমিটার)। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ শ্রাবণ শুক্লা দ্বিতীয়ায় সিদ্ধি যোগ-অশ্লেষা নক্ষত্র, সফলতার শিখরে পৌঁছবে এই চার রাশি
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারও। মঙ্গলবার পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পঙেও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।