Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গVoter Card: আলিপুরদুয়ারে নালায় ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাপানউতোর

Voter Card: আলিপুরদুয়ারে নালায় ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাপানউতোর

বিহারের এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে একসুর বিরোধীদের গলায়। বিহারে ভোটের আগে ইতিমধ্যেই লক্ষ-লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, এই ৫৬ লক্ষের মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটার মারা গিয়েছেন। আর ২৮ লক্ষ ভোটার অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন। সেই কারণে ভোট দিতে পারবেন না। বিহারের এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও। বাংলায়ও যদি এমন হয় তাহলে শাসকদল যে ছেড়ে কথা বলবে না সে কথাও বলেছে। SIR নিয়ে যখন আলোচনা চলছে এর মধ্যেই এবার দেখা গেল আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে উদ্ধার একের পর এক ভোটার কার্ড।

আরও পড়ুনঃ ইউনূসের এখনও ভয় মুজিব কন্যা হসিনাকে! সে কথাই বলে ফেললেন সবার সামনে

মাদারিহাটের রবীন্দ্রনগর থেকে দেওধারী যাওয়ার পথে একটি ছোট সেতুর নিচের নালায় পড়ে থাকতে দেখা যায় এই ভোটার কার্ডগুলি। বিষয়টি প্রথমে স্থানীয় বাসিন্দা উত্তম বিশ্বাসের চোখে পড়ে কার্ডগুলি। কাদাযুক্ত নালার ধারে ছড়িয়ে থাকা কার্ড দেখে অবাক হয়ে যান সবাই। এরপর মুহূর্তে কৌতূহলি মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট ৩৫টি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মাদারিহাটের কিছু বীরপাড়া, ফালাকাটা ও ধূপগুড়ি আছে। অপর এক বাসিন্দা অমৃত শর্মা ও এক ব্যক্তি কার্ডগুলি মাদারিহাট থানায় জমা দিয়ে আসেন।ঘটনার কথা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

আরও পড়ুনঃ হাসছে আকাশ, সোমবার থেকেই নতুন খেলা শুরু! কমেন্টে গিয়ে খবরটা পড়লে  চমকে যাবেন

যদিও এই বিষয়ে তৃণমূল মাদারিহাট নেতা ও আলিপুরদুয়ার জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা বলেন, “আমরা শুনেছি। প্রশাসন বিষয়টি দেখছে।” বিজেপি নেতা মিঠু দাস বলেন, “এখন অনেক কিছু দেখার বাকী আছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন